সঙ্গী খুঁজছেন কঙ্গনা রানাওয়াত! লুকোছাপা নয়, প্রকাশ্যেই জানালেন অভিনেত্রী

ইনস্টা স্টোরিতে মেলে ধরেছেন মনের কথা। গালে হাত, দুই ভুরুর মাঝে ছোট্ট কালো টিপ, নিজেকে মুড়েছেন শাড়িতে...

সঙ্গী খুঁজছেন কঙ্গনা রানাওয়াত! লুকোছাপা নয়, প্রকাশ্যেই জানালেন অভিনেত্রী
কঙ্গনা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2021 | 5:21 PM

মুম্বইয়ের বৃষ্টি, ভিজে যাওয়া আবছায়া কাচ আর লং ড্রাইভ…কঙ্গনা রানাওয়াতে মনে এখন অকাল বসন্ত। সঙ্গী খুঁজছেন। খুঁজছেন প্রিয় মানুষের ঠিকানা। না, লুকোছাপা নয়। প্রকাশ্যেই…

ইনস্টা স্টোরিতে মেলে ধরেছেন মনের কথা। গালে হাত, দুই ভুরুর মাঝে ছোট্ট কালো টিপ, নিজেকে মুড়েছেন শাড়িতে…ক্যাপশনে লিখেছেন, “মুম্বইয়ের বৃষ্টির থেকে রোম্যান্টিক কিছু হতেই পারে না।” পরমুহূর্তেই তাঁর আক্ষেপ, “সিঙ্গলরা শুধু এ নিয়ে দিবা স্বপ্নই দেখে যেতে পারে…”।

থামেননি কঙ্গনা। মনের গোপন বাসনার কথা মেলে ধরেছেন অভিনেত্রী। লিখেছেন, “যে আমার জন্য তৈরি হয়েছে সে দয়া করে সামনে এস না…”। সঙ্গে আবার হার্ট ইমোজি। অতঃপর কুইনের মনেও বসন্তের ছোঁয়া।

এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন কঙ্গনা। মঙ্গলবার তাঁর অফিস ঘুরে দেখতেও দেখা যায় তাঁকে। ব্যক্তিগত জীবনে নিজের সম্পর্ক, প্রেম নিয়ে লুকোছাপা করেননি কঙ্গনা। হৃতিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একসময় বিস্তত জলঘোলা হয়েছিল।এ ছাড়াও বিবাহিত আদিত্য পাঞ্চোলি এবং অধ্যয়ন সুমনের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও এর আগে প্রকাশ্যে এসেছিল।