Kangana Ranaut: মহাত্মা গান্ধী ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে সমালোচনা করার জন্য বিতর্কের মুখে কঙ্গনা রানাওয়াত

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 17, 2021 | 9:58 PM

গত সপ্তাহে কংগ্রেস পার্টি কঙ্গনার পদ্মশ্রী ফেরত নেওয়ার দাবি জানিয়েছে। তাঁদের মত, ভারতের স্বাধীনতা সংগ্রামকে অসম্মান করেছেন অভিনেত্রী।

Kangana Ranaut: মহাত্মা গান্ধী ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে সমালোচনা করার জন্য বিতর্কের মুখে কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত

Follow Us

ফের একবার ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা নিয়ে মুখ খুলে বিতর্কের মুখে কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি একটি সামিটে অংশগ্রহণ করেছিলেন কঙ্গনা। সেখানে তিনি উঁচু গলায় বলেছেন ভারতের স্বাধীনতা ‘ভিক্ষা’ ছাড়া কিছুই নয়। মঙ্গলবার তাঁর বক্তব্যে অনড় থেকে দেশবাসীকে বুদ্ধিমানের মতো তাঁদের হিরো বাছাই করতে বলেছেন কঙ্গনা।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় খবরের কাগজের একটি পুরনো প্রতিবেদন শেয়ার করেছেন কঙ্গনা। ক্যাপশনে লিখেছেন, “আপনি নেতাজি কিংবা গান্ধীজির ভক্ত হতে পারেন। কিন্তু আপনি একসঙ্গে দু’জনের ভক্ত কিছুতেই হতে পারেন না। তাই ভাল করে ভেবে ঠিক করুন আপনি কার ভক্ত হবেন।”

১৯৪০-এর দশকে প্রকাশিত একটি পুরনো খবরের কাগজের প্রতিবেদন। তাতে হেডলাইনে লেখা, ‘গান্ধী ও অন্যান্যরা নেতাজিকে তুলে দিতে রাজি হয়েছেন’। কঙ্গনা বলেছেন, “ব্রিটিশ শাসকের হাতে স্বাধীনতা সংগ্রামীদের তুলে দেওয়া হত। যাঁরা এই কাজটা করতেন, তাঁদের কারওরই বিট্রিশদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ছিল না। তাঁরা প্রত্যেকেই ক্ষমতা-পিপাসু ছিলেন। গান্ধীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, “যাঁরা আমাদের শিখিয়েছেন, এক গালে চড় খেলে অন্য গাল এগিয়ে দিতে হয়, তা হলেই স্বাধীনতা পাওয়া যায়, তা হলে বলি এভাবে স্বাধীনতা লাভ করা যায় না। এতে ভিক্ষা ছাড়া আর কিছুই মেলে না। ফলে নিজেদের হিরো বুদ্ধিমানের মতো বাছুন।”

কঙ্গনা এও বলেছেন, “মহাত্মা গান্ধী কোনওদিনই ভগৎ সিং কিংবা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সমর্থন করেননি। ফলে তাঁকেই বাছুন, যাঁকে আপনি সমর্থন করতে পারেন। নিজের মস্তিষ্কের একটি বাক্সে তাঁদের রেখে প্রত্যেক বছর জন্মদিন পালন করা যথেষ্ট নয়। এটা অত্যন্ত বোকামি ও দায়িত্বহীন কাজ। প্রত্যেকের ইতিহাস ও সঠিক নায়কে চেনা দরকার।”

গত সপ্তাহে কংগ্রেস পার্টি কঙ্গনার পদ্মশ্রী ফেরত নেওয়ার দাবি জানিয়েছে। তাঁদের মত, ভারতের স্বাধীনতা সংগ্রামকে অসম্মান করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: Deepika-Ranveer: উত্তরাখণ্ডের পাহাড়ি নির্জনতায় কেমন কাটল বিবাহবার্ষিকী, জানালেন রণবীর

Next Article