TV Actor Commits Suicide: টেলি অভিনেত্রীর আত্মহত্যা, উদ্ধার চার পাতার সুইসাইড নোট

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 30, 2021 | 8:22 PM

পুলিশের প্রাথমিক অনুমান ইন্ডাস্ট্রিতে কিছু সমস্যার জন্যই আত্মহত্যা করেছেন বছর পঁচিশের ওই তরুণী। সুইসাইড নোটে তিনি লিখেছেন, এই পথ বেছে নেওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না।

TV Actor Commits Suicide: টেলি অভিনেত্রীর আত্মহত্যা, উদ্ধার চার পাতার সুইসাইড নোট
আত্মহননের পথ বেছে নিলেন কন্নড় টেলি অভিনেত্রী সৌজন্য।

Follow Us

ইন্ডাস্ট্রিতে আরও এক খারাপ খবর। আত্মহননের পথ বেছে নিলেন কন্নড় টেলি অভিনেত্রী সৌজন্য। বেঙ্গালুরুতে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ। দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে চার পৃষ্ঠার এক সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। কন্নড় ও ইংরাজি এই দুই ভাষা মিলিয়েই লেখা হয়েছে সেই সুইসাইড নোটটি।

পুলিশের প্রাথমিক অনুমান ইন্ডাস্ট্রিতে কিছু সমস্যার জন্যই আত্মহত্যা করেছেন বছর পঁচিশের ওই তরুণী। সুইসাইড নোটে তিনি লিখেছেন, এই পথ বেছে নেওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না। পরিবারের কাছেও এই কাজের জন্য ক্ষমা চেয়ে নেওয়ার উল্লেখ রয়েছে সেই নোটে। সৌজন্যর পরিবার সূত্রে জানা যাচ্ছে, বিগত বেশ কিছু ধরেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

পুলিশ আরও জানাচ্ছে, গত তিন ধরেই আত্মহত্যার মানসিক প্রস্তুতি নিচ্ছিল সে। তাঁর নোটটি লেখা হয়েছে সেপ্টেম্বরের ২৭, ২৮ ও ৩০ তারিখ– এই তিন দিন ধরে। যদিও সৌজন্য লিখেছেন, তাঁর এই কাজের জন্য কেউ দায়ী নন। যে বা যাঁরা তাঁকে এতদিন সাহায্য করেছেন তাঁদের সকলকে ধন্যবাদও জানিয়েছেন ওই অভিনেত্রী। বেশ কিছু বিজ্ঞাপনী ছবি ও ধারাবাহিকে কাজ করেছেন সৌজন্য। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।

এই বছরের শুরুতেই আরও এক কন্নড় অভিনেত্রী আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। তিনি জয়শ্রী রামাইয়া। বিগবসেও অংশ নিয়েছিলেন জয়শ্রী।

Next Article