Alia-Ranbir Wedding: দু’জন শ্বশুর পেলেন রণবীর, একজন বুকে রাখলেন মাথা, অন্যজন ভরালেন আজীবনের ভালবাসায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Apr 16, 2022 | 9:43 AM

Alia Bhatt Fathers: এই দুই বাবার আদরে, ভালবাসাতেই বড় হয়েছেন আলিয়া।

Alia-Ranbir Wedding: দুজন শ্বশুর পেলেন রণবীর, একজন বুকে রাখলেন মাথা, অন্যজন ভরালেন আজীবনের ভালবাসায়
আলিয়া-রণবীর-করণ।

Follow Us

এবার প্রশ্ন হল, আলিয়া ভাটের কি দু’জন বাবা? উত্তর হল হ্যাঁ। দু’জন বাবা। শ্রীকৃষ্ণের যেমন দু’জন মা ছিলেন। যশোধা ও দেবকী। ঠিক তেমনই। একজন আলিয়াকে জন্ম দিয়ে বড় করে তোলেন – মহেশ ভাট। অন্যজন আলিয়ার কেরিয়ার তৈরি করেছেন। তাঁকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেছেন – করণ জোহর। অনেকেই হয়তো জানেন, আলিয়া ভাটকে নিজের মেয়ে বলে পরিচয় দেন করণ। তাঁকে অত্যন্ত ভালবাসেন পরিচালক-প্রযোজক। তাঁরই পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ আলিয়াকে লঞ্চ করেছিলেন করণ। আলিয়া কিন্তু তারপর থেকে নিজের রাস্তা নিজেই নির্ধারণ করেছেন। অল্প সময়ের মধ্যে সেরার সেরা অভিনেত্রী হিসেবে প্রমাণিত হয়েছেন তিনি। তারকা সন্তানের তমকা ভেঙে তৈরি করেছেন নিজের জায়গা। বিয়েতে আলিয়া-রণবীরের পাশে পাশেই ছিলেন করণ। আলিয়ার শেয়ার করা ছবি তিনি নিজেও পোস্ট করেছেন আর লিখেছেন আবেগঘন ক্যাপশন। সেখানে রণবীরকে নিজের জামাইয়ের পরিচয় দিয়েছেন করণ।

করণ তাঁর পোস্টে লিখেছেন, “এই দিনটা দেখার জন্যই আমরা বেঁচে থাকি। পরিবারের আনন্দ, ভালবাসা… সেরা আবেগ। দারুণ-দারুণ। আমার মনে এখন কেবলই প্রেম। আমার প্রিয় আলিয়া, তোমার জীবনের সবচেয়ে সুন্দর পদক্ষেপ এটাই। তোমার জন্য আমার সব ভালবাসা রইল। রণবীর, তুমি এখন আমার জামাই। আমি তোমাকে ভালবাসি। এখন ও সবসময়। বাধাই হো। যুগ যুগ ধরে আনন্দ উপভোগ করো।”

অন্যদিকে, নতুন জামাই রণবীরকে শিশুর মতো জড়িয়ে ধরেছিলেন আলিয়ার বাবা মহেশ ভাট। জামাই রণবীরের নাম মেহেন্দিতে লিখেছিলেন হাতের তালুতে। গাড়ি করে বিয়ের আসরে যাওয়ার সময় পাপারাৎজ়িদের হাত নেড়েছিলেন মহেশ। তাঁর হাতের তালু নজর এড়াইনি মোটে। ক্যামেরা জ়ুম করে মহেশের হাতের তালুতে। বড় বড় অক্ষরে লেখা রণবীরের নামই।

আরও পড়ুন: Neetu-Rishi: ঋষি উপর থেকে দেখলেন সবই; নিতু কাঁদলেন, ‘কাপুর সাহেব…’

আরও পড়ুন: Alia-Ranbir Wedding: ‘আমিও ধোয়া তুলসী পাতা নই’, ‘ক্যাসানোভা’ স্বামী রণবীরকে আড়াল করেছিলেন আলিয়া

আরও পড়ুন: Viral Alia-Ranbir Wedding: হুজুগে কলকাতা! নিজের মতো করে বিয়ে দিয়েছে আলিয়া-রণবীরের, পেটে খিল কে আটকায়!

Next Article