Karan Johar: ‘শৈশবের স্মৃতি থেকে বানানো এই চরিত্র’, টোটাকে নিয়ে কী বললেন করণ
Tota Roy Chowdhury: টোটা ছবিতে পেশায় একজন কত্থক নৃত্য শিল্পী। এই প্রসঙ্গে নিজেই একাধিক সাক্ষাৎকারে সে সকল বিষয় মন্তব্য করতে দেখা যায় করণকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশেষ করে টোটা রায় চৌধুরীর চরিত্র নিয়ে মুখ খোলেন করণ জোহর।

সদ্য মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি রকি অউর রানি কি প্রেম কহানি। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে টলিউডের দুই মেগা স্টার টোটা রায় চৌধুরী ও চুর্ণী গঙ্গোপাধ্যায়কে। ছবিতে এই দুই চরিত্র যথাক্রমে আলিয়া ভাটের মা-বাবা। করণ জোহরের প্রযোজনায় ছবি তো মাঝে মধ্যেই মুক্তি পাচ্ছে। তবে এই ছবির হাত ধরে দীর্ঘ সাত বছর পর পরিচালনাতে হাতেখড়ি হল করণ জোহরের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। সকলেই মুখিয়ে ছিলেন কবে মুক্তি পাবে এই ছবি। সেই অপেক্ষার পালা শেষ। ছবির প্রতিটা চরিত্রই খুব যত্নের সঙ্গে বুঁনেছেন করণ জোহর। যে তালিকায় রয়েছে টোটা রায় চৌধুরীর চরিত্রও।
টোটা ছবিতে পেশায় একজন কত্থক নৃত্য শিল্পী। এই প্রসঙ্গে নিজেই একাধিক সাক্ষাৎকারে সে সকল বিষয় মন্তব্য করতে দেখা যায় করণকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশেষ করে টোটা রায় চৌধুরীর চরিত্র নিয়ে মুখ খোলেন করণ জোহর। জানান, এই চরিত্র সম্পূর্ণভাবে আমার নিজের বিশ্বাস থেকে সৃষ্টি। আমি ছোটবেলায় ভীষণ মেয়েলি ছিলাম। নাম আমার ভাল লাগত। হিন্দি গানের সঙ্গে নাচ করতাম। বাবা কোনওদিন আমার সেই নাচে আপত্তি করেননি। বরং প্রকাশ্যে সকলের সামনে আমায় বলতেন অমুক নাচটা করে দেখাও তো…। তবে একটা সময়ের পর বুঝলাম এটা আমার ভাললাগার বিষয় হলেও আমি তা সেখানে করতে পারব না। কারণ আমার পেছনে সকলেই হাসবে। অনেকেই অনেক কিছু বলতেন আমায়। সেই সমস্ত কথা আমার মনে গেঁথে ছিল। আর তা দিয়েই আমি বুঁনেছি এই চরিত্র। প্রসঙ্গত ছবি বক্স অফিসে ধীর গতিতে আয় করলেও ইতিমধ্যেই তা ঘরে তুলতে পেয়েছে ৫০ কোটির বেশি। ছবির মোট নির্মাণ ঘরচ পড়েছিল ১৬০ কোটি টাকা। তাই শেষ পর্যন্ত এই ছবি বক্স অফিসে ঠিক কতটা আয় করে তাই এখন দেখার।
