আলিয়া ভাটকে নিজের মেয়ের মতো ভালবাসেন করণ জোহর। ১৪ এপ্রিল প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেছেন আলিয়া। সেই বিয়েতে গিয়েছিলেন করণ। কেবল যাননি। বিয়ের বেশ কিছু দায়িত্বও পালন করেছেন আলিয়াকে ব্রেক দেওয়া প্রথম পরিচালক। তাঁর পরিচালিত ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ অভিনয় করেছিলেন আলিয়া। সেই থেকে আলিয়ার সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক করণের। গায়ে হলুদে হলুদ পোশাক ও বিয়েতে গোলাপি পোশাক পরে গিয়েছিলেন করণ। মেহেন্দিতে নিজের হাতেও মেহেন্দি পরেছিলেন পরিচালক-প্রযোজক। সেই অনুষ্ঠানেই একটি ‘উপস’ (পড়ুন: মজার) ঘটনা ঘটে যায়। কী সেই ঘটনা জানিয়েছেন খোদ করণই।
‘হুনরবাজ়’ রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে বসেন করণ। তিনি ও মিঠুন চক্রবর্তী। শোয়ের সঞ্চালক ভারতী সিং করণের সেদিনের বিয়ের পোশাক দেখে তাঁকে ‘পিঙ্কি’ বলে খ্যাপাতে থাকেন। অভিনেত্রী পরিণীতি চোপড়া বসেছিলেন করণের ঠিক পাশেই। করণ তাঁর হাতের তালুতে ঘেঁটে যাওয়া মেহেন্দির চিহ্ন দেখিয়ে বলেন, “আলিয়ার মেহেন্দির অনুষ্ঠানে কী হয়েছে আমি বলি। আমি প্রথমবার নিজের হাতে মেহেন্দি পরেছিলাম। এই বিষয়টার সঙ্গে আমি একেবারেই অভ্যস্থ নই। খুব গরম ছিল সেদিন। হাতে মেহেন্দি পরে কপালের ঘাম মুছতে গিয়েছি। বেমালুম ভুলেই গিয়েছিলাম, যে হাতের তালুতে মেহেন্দি পরে আছি। ফলে সব মেহেন্দি আমার কপালে লেগে যায়। মাথায় লেগে যায়। মুখেও লেগে যায়। সঙ্গে সঙ্গে ধুতে হয়েছিল। আলিয়ার যিনি মেকআপ করেন, তিনি আমাকে ভিতরে নিয়ে যান। কী কী সব লোশন মাখিয়ে দিয়েছিলেন তিনি। না হলে সারা মুখে মেহেন্দির রং থাকত।”
১৪ এপ্রিল, বাঙালি পয়লা বৈশাখের ঠিক আগের দিনই মুম্বইয়ের জুহু এলাকায় অবস্থিত কাপুরদের বাস্তু বাড়িতে বিয়ে করেন আলিয়া-রণবীর। দীর্ঘ ৫ বছরের সম্পর্কের পর তাঁরা এখন বিবাহিত।