২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় পুত্রকে জন্ম দিয়েছেন করিনা কাপুর খান। পুত্রের নাম জেহ। বড় ছেলের নাম তৈমুর। যাকে আদর করে টিমটিম বলে ডাকেন করিনা। ২০২১ সাল মোটের উপর ভালই কেটেছে করিনার। দুই সন্তানকে নিয়ে ভালই আছেন নবাবপত্নি। আজ বছরের শেষদিন। আজকের দিনে কোনও পোস্ট করবেন না করিনা, তাও কি হয়?
হয় না তো…! করিনার পোস্টে ফুটে উঠেছে মাতৃত্বের একটুকরো আনন্দ। ১০ মাসের জেহ-র নীচের পাটিতে দুটি দাঁত উঠেছে। ছোট্ট দুটি দাঁত। এতে দারুণ আনন্দ পেয়েছেন করিনা। ছেলের দাঁত ওঠার ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।
করিনা ক্যাপশনে লিখেছেন, “ওর দুটো দাঁত… ২০২১ সালের সেরা মুহূর্ত। ৩১ ডিসেম্বর… আমার ছেলে… নতুন বছর সকলের ভাল কাটুক।” গতকালই (৩০.১২.২০২১) একটি মজার ছবি পোস্ট করেছেন করিনা। দেখা যাচ্ছে সইফ ও তৈমুর বিছানায়। সইফ ব্রেকফাস্ট করছেন। তাঁর পাশে উপুড় হয়ে শুয়ে খাতায় কী যেন লিখছে তৈমুর। করিনা ছবি পোস্ট করে লিখেছেন, “এটাই আমার সকালের দৃশ্য।” তৈমুরের মনের ভাব ব্যক্ত করে লিখেছেন, “সইফ-বেবো তোমরা কি আবার ইনস্টাগ্রামের জন্য ছবি পোস্ট করছ। তা হলে তোলো।”
করিনার জীবনে কাজ ও সন্তান প্রতিপালন একসঙ্গে চলতে থাকে। সন্তানের জন্ম দিয়েছেন বলে কাজ থেকে বরাবরের মতো বিরতি নেননি তিনি। বরং সমানতালে দুটোকেই সামলেছেন অভিনেত্রী। জেহর জন্মের কিছুদিন আগে পর্যন্ত চুটিয়ে কাজ করেছেন করিনা। সন্তানদের জন্মের পরও বিরতি নেননি তিনি।