Katrina Kaif: ঘাম ঝরিয়ে কঠোর পরিশ্রম ক্যাটরিনার, অন্দরমহলের রহস্য ফাঁস
Tiger 3: ক্যাটরিনা কাইফ বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করেন, তিনি নিজেই একবার এক সোশ্যাল পোস্ট করে জানিয়েছিলেন, যন্ত্রণা কষ্টটাও পরিশ্রমের একটি অংশ। সেটাকেও গ্রহণ করতে জানতে হবে। পিছিয়ে গেলে কিংবা নিজেকে গুটিয়ে নিলে এর কোনও সমাধান হবে না।
ক্যাটরিনা কাইফ, সলমন খানের হাত ধরে বলিউড কেরিয়ার শুরু করেছিলেন। প্রাথমিকভাবে হিন্দি উচ্চারণ কিংবা নাচ না-জানা নিয়ে বারবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। তবে একটা সময় নিজের চেষ্টায় কঠোর পরিশ্রমে ক্যাটরিনা কাইফ পাল্টে ফেলেছেন সবটাই। তাঁর নাচ এখন ছবির ক্ষেত্রে বাড়তি পাওনা, তাঁর অ্যাকশন যে দর্শক মনে কতটা ঝড় তুলতে পারে তা টাইগার থ্রি ট্রেলার ইতিমধ্যেই প্রমাণ করেছে। ক্যাটরিনা কাইফের বোল্ড লুক রাতারাতি চর্চার কেন্দ্রের জায়গা করে নেয়। তবে ডান্স সাইটেম হোক কিংবা কোনও অ্যাকশন দৃশ্য, এর পেছনে প্রস্তুতিটা থাকতে হয় দীর্ঘ। অনুশীলন অনুশাসন এগুলো ছাড়া কোনও কাজই নিষ্ঠার সঙ্গে উপস্থাপনা যে করা যায় না, এ কথা সকলেরই জানা। আর তাই ব্যাকস্টেজে ক্যাটরিনা কাইফ সর্বদাই নিজের একশ শতাংশ দেওয়ার চেষ্টা করেন।
এবার তেমনই এক ভিডিয়ো হল নেট দুনিয়ায় ভাইরাল। যেখানে দেখা গেল টাইগার থ্রি ছবির গানের স্টেপ পারফেক্ট করার জন্য ঠিক কতটা পরিশ্রম করছেন অভিনেত্রী। রীতিমতো ঘাম ঝরিয়ে চলছে প্র্যাকটিস। যে গান ইতিমধ্যেই ভক্ত মনে ঝড় তুলেছে তা পর্দায় ফুটিয়ে তুলতে ক্যাটরিনা কাইফ কতটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, তা এই ছোট্ট ক্লিপিং প্রমাণ করে। লেকে প্রভুকা নাম গামে কীভাবে নিজেকে তৈরি করেছেন ক্যাট এবার সেটাই এল সামনে।
ক্যাটরিনা কাইফ বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করেন, তিনি নিজেই একবার এক সোশ্যাল পোস্ট করে জানিয়েছিলেন, যন্ত্রণা কষ্টটাও পরিশ্রমের একটি অংশ। সেটাকেও গ্রহণ করতে জানতে হবে। পিছিয়ে গেলে কিংবা নিজেকে গুটিয়ে নিলে এর কোনও সমাধান হবে না। প্রতিদিন নিজেকে এই টার্গেট দিতে হবে, ‘আমি কতটা যন্ত্রণা গ্রহণ করতে পারছি’। ক্যাটরিনা কাইফ সলমন খান জুটির ছবি টাইগার থ্রি এখন দর্শকদের পাখির চোখ। রাত পোহালে মুক্তি পেতে চলেছে এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে অগ্রিম বুকিং কালেকশন বেশ চর্চায়। এখন দেখার বলিউডের এই হিট জুটি বক্স অফিসে কতটা প্রভাব ফেলে।
View this post on Instagram