Katrina Kaif Pregnancy: কবে মা হতে চলেছেন ক্যাটরিনা? আর বেশিদিন নেই বাকি
Viral News: বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন সলমন খানের সঙ্গে টাইগার ৩ ছবির শুটিং করতে ব্যস্ত রয়েছেন। সলমনের সঙ্গে ক্যাটরিনার জুটি বরাবরই হিট।
বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেচত্রী দেড় বছর হতে চলল। তবে এখনও অন্তঃসত্ত্বা হওয়ার কোনও খবরই তিনি সামনে আনেননি। আলিয়া ভাট যেমন বিয়ের বছরই সন্তান নিলেন, এবার ক্যাটরিনা কাইফ কি এক বছরের মাথায় সুখবর শোনাতে চলেছেন? ইতিমধ্যেই একাধিকবার মা হওয়ার খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। কখনও কাঁর পোশাককে কেন্দ্র করে, কখনও আবার তাঁর লুককে কেন্দ্র করে উঠেছে জল্পনা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে খবর। তবে সেলেবজুটি এই প্রসঙ্গে তেমন কিছু খবর সামনে আনেননি।
তবে কবে সুখবর শোনাবেন ক্যাটরিনা কইফ! জ্যোতিষ গণনা অনুযায়ী বিয়ের দুবছরের মধ্যেই সুখবর শোনাবেন তিনি। চলতি বছর ডিসেম্বর মাসেই দুবছর হবে তাঁদের বৈবাহিক জীবনের। তার আগেই নাকি সুখবর শুনিয়ে দেবেন অভিনেত্রী। টাইগার থ্রির কাজ শেষ করেই পরিবারের জন্য সময় বের করবেন ক্যাটরিনা। এমনই বলছে তাঁর ভাগ্য রেখা। জ্যোতিষবিদ জুমানি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন চলতি বছরে ক্যাটরিনা ৪০ বছরের হলেন। এই বছরই তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন। তাঁর ভাগ্য সংখ্যা ৭। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটি তাঁর বছর।
জ্যোতিষবিদ আরো জানান, আগামী ২ বছরে কেরিয়ার আরও মজবুত হবে ক্যাটরিনা কইফের। একাধিক ভাল কাজের প্রস্তাবও পাবেন তিনি। পাশাপাশি সন্তানের বিষয়ও সিদ্ধান্ত নেবেন তিনি, এমনটাই খবর সামনে আসে। তারপর থেকেই পলক গুনছেন ক্যাটরিনার ভক্তরা। এখন দেখার কবে সেলেব দম্পতি সুখবর শোনান।
বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন সলমন খানের সঙ্গে টাইগার ৩ ছবির শুটিং করতে ব্যস্ত রয়েছেন। সলমনের সঙ্গে ক্যাটরিনার জুটি বরাবরই হিট। শেষ এই জুটি উপহার দিয়েছিলেন ভারত ছবি। এবার টাইগার থ্রির হাত ধরে তাঁরা আবারও বক্স অফিসে ফেরে কি না তাই দেখার।