AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আগামী ১০ বছরের মধ্যে দাম্পত্য বিচ্ছেদ হবে প্রিয়াঙ্কা-নিকের, অনুমান এক অভিনেতার!

Priyanka Chopra Nick Jonas: প্রিয়াঙ্কা নিকের বিবাহ বিচ্ছেদের অনুমানের কথা টুইট করে প্রকাশ্যে জানিয়েছেন কমল। সে কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে।

আগামী ১০ বছরের মধ্যে দাম্পত্য বিচ্ছেদ হবে প্রিয়াঙ্কা-নিকের, অনুমান এক অভিনেতার!
দম্পতি।
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 7:08 PM
Share

কমল রশিদ খান। বলিউডের এই অভিনেতা বিতর্কের কারণেই অধিকাংশ সময় শিরোনামে থাকেন। কিছুদিন আগেই সলমন খানের সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এ বার তাঁর নিশানায় প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। কমলের অনুমান, আগামী ১০ বছরের মধ্যে নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে দম্পতির!

প্রিয়াঙ্কা নিকের বিবাহ বিচ্ছেদের অনুমানের কথা টুইট করে প্রকাশ্যে জানিয়েছেন কমল। সে কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে। তাতে অবশ্য কমলের কিছু যায় আসে না। বেপরোয়া মনোভাব দেখিয়ে সইফ-করিনার সন্তানদের নিয়েও তিনি নেতিবাচক মন্তব্য করেছেন। তাঁর অনুমান, সইফ এবং করিনার দুই সন্তান তৈমুর এবং জে-র ভুল নামকরণ হয়েছে। সে কারণেই নাকি ভবিষ্যতে তাদের পক্ষে জনপ্রিয় অভিনেতা হওয়া সম্ভব হবে না!

পরিচালক, প্রযোজক, অভিনেতা, সমালোচক- নিজের এতগুলো পরিচয় দেন কমল আর খান। তাঁর নিশানায় থাকেন বলিউডের বহু সেলেব। দিন কয়েক আগে আমির খান এবং কিরণ রাও তাঁদের বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর কমল নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো প্রকাশ করেন। যেখানে তিনি দাবি করেন, আমির যখন কিরণকে ১৫ বছর আগে বিয়ে করেন, তখনই নাকি তিনি বলেছিলেন, কিরণের মতো সাধারণ চেহারার মেয়েকে বিয়ে করলে সে বিয়ে দীর্ঘস্থায়ী হবে না।

কখনও দিশা পাটানি, কখনও তাপসী পান্নু, কখনও গোবিন্দার সম্পর্কে প্রকাশ্যে কটূক্তি করেছেন কমল। এই আচরণের জন্যই সলমন খান তাঁর বিরুদ্ধে মানহানির মামলাও করেন। প্রিয়াঙ্কা-নিকের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন তিনি। এর ফলে দম্পতি কেআরকে-র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন, ‘দ্য শো মাস্ট গো অন’ ওয়েব ডেবিউয়ের দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু রণদীপের