‘দ্য শো মাস্ট গো অন’ ওয়েব ডেবিউয়ের দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু রণদীপের

Randeep Hooda: সূত্রের খবর, উত্তর প্রদেশের এক নামজাদা পুলিশ অফিসার অবিনাশ মিশ্রর জীবনের উপর নির্ভর করে এই ওয়েব সিরিজের চিত্রনাট্য লেখা হয়েছে। অমিত শীলকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

‘দ্য শো মাস্ট গো অন’ ওয়েব ডেবিউয়ের দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু রণদীপের
রণদীপ হুডা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 5:12 PM

করোনা আতঙ্ক এবং লকডাউনের যদি ইতিবাচক দিক বিবেচনা করেন, তা হলে হয়তো অনেকেই বলবেন ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মের উত্থান। ডিজিটাল মাধ্যমকেই অনেকে ভবিষ্যৎ বলে ব্যখ্যা করছেন। সিনেমা হল কবে খুলবে কেউ জানেন না। ফলে প্রায় সব তারকাই ডিজিটাল মাধ্যমে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। ব্যতিক্রম নন রণদীপ হুডাও। ‘ইনসপেক্টর অবিনাশ’-এর মাধ্যমে তাঁর ওয়েব সিরিজ ডেবিউ হতে চলেছে।

লকডাউনের জেরে বেশ কিছুদিন শুটিং বন্ধ থাকার পর ধীরে ধীরে কাজ শুরু হয়েছে। রণদীপও তাঁর ডিজিটাল ডেবিউয়ের শুটিং শুরু করলেন। সলমন খান অভিনীত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ রণদীপের শেষ কাজ। সেখানে অ্যান্টাগনিস্ট ছিলেন তিনি। ওয়েব ডেবিউতে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। শুটিং শুরুর ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন অভিনেতা। যেখানে তাঁর মুখ ঢাকা রয়েছে ক্ল্যাপার বোর্ডে। ক্যাপশনে লিখেছেন, ‘দ্য শো মাস্ট গো অন। ইনসপেক্টর অবিনাশ-এর দ্বিতীয় শিডিউল শুরু হল।’

সূত্রের খবর, উত্তর প্রদেশের এক নামজাদা পুলিশ অফিসার অবিনাশ মিশ্রর জীবনের উপর নির্ভর করে এই ওয়েব সিরিজের চিত্রনাট্য লেখা হয়েছে। অমিত শীলকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

‘রাধে’ ছবিতে অনেকে ভেবেছিলেন, সলমন থাকার কারণে সব লাইমলাইট থাকবে তাঁর উপর। রণদীপ নজরে পড়বেন না। তবে সেই ভাবনাকে ভুল প্রমাণ করেছেন রণদীপ। তিনি মনে করেন, প্রত্যেকে আলাদা আলাদা চরিত্রে অভিনয় করেন। ফলে কোনও একজনের কারণে অন্য জনের ওভারশ্যাডো হয়ে যাওয়ার প্রশ্ন নেই। অন্তত তিনি অভিনয়কে সে ভাবে বিচার করেন না। আপাতত নতুন কাজে মন দিয়েছেন। ছবির পাশাপাশি ওয়েব অডিয়েন্সও তাঁর কাজ যাতে পছন্দ করেন, সেই লক্ষ্যে পরিশ্রম করছেন অভিনেতা।

আরও পড়ুন, ‘সমাজ তোমার সৌন্দর্যের ব্যখ্যা দেবে না’, কীসের জবাব দিলেন শুভশ্রী?