‘ভুত পুলিশ’, ‘হাঙ্গামা টু’র মতো ‘মিমি’-‘শিদ্দত’-‘শাদিস্তান’, মুক্তি পাবে ওটিটিতে

রোড ট্রিপ ছবি 'শাদিস্তান'। ছবিতে মুখ্যচরিত্রে কীর্তি কুলহারি ও নিবেদিতা ভট্টাচার্য। রয়েছেন কেকে মেননও। ছবির হাত ধরে পরিচালনায় ডেবিউ করছেন রাজ সিং চৌধুরী।

'ভুত পুলিশ', 'হাঙ্গামা টু'র মতো 'মিমি'-'শিদ্দত'-'শাদিস্তান', মুক্তি পাবে ওটিটিতে
বহু ছবি এবার ওটিটিতে।
Follow Us:
| Updated on: May 21, 2021 | 5:36 PM

গত বছরের পরিস্থিতি আবার ফির এসেছে। ২০২০তে বেশ কিছু ছবি, যেমন ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’, ‘দিল বেচারা’ সরাসরি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। করোনার দ্বিতীয় ঢেউ আঁছড়ে পড়ায় সেই পরিস্থিতি ফিরে এসেছে আরও একবার। এই সময় অধিকাংশ রাজ্যে সিনেমা হল বন্ধ। ফলত, হল রিলিজ নিয়ে খুব একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে না একাংশের নির্মাতাদের মধ্যে। আগেই জানানো হয়েছে, ডিজনি হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ভূত পুলিশ’, ‘হাঙ্গামা টু’-এর মতো ছবি। সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু ছবির নাম।

আরও পড়ুন প্রতিযোগীর দুঃখ দেখানো হয়, ‘ইন্ডিয়ান আইডল’-এর সমালোচনায় অভিজিৎ সাওন্ত

সইফ আলি খান, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্ডিজ, ইয়ামি গৌতমের ছবি ‘ভূত পুলিশ’কে ডিজিট্যাল মাধ্য়মেই মুক্তির সিদ্ধান্ত আগেই নিয়েছে টিপস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, টুয়েলফড স্ট্রিট এন্টারটেইনমেন্ট ও পরিচালক পবন ক্রিপালানি। প্রিয়দর্শনের ‘হাঙ্গামা টু’ও মুক্তি পাচ্ছে ওটিটিতে। রতন জৈন ও গণেশ জৈন প্রযোজিত, পরেশ রাওয়াল, শিল্পা শেট্টি কুন্দ্রা, আশুতোষ রানা, রাজপাল যাদব অভিনীত ছবিটি ওটিটির দর্শকের কাছে বড় চমক। ছবিতে একটি ক্যামিও চরিত্রে রয়েছেন অক্ষয় খান্নাও।

‘ভূত পুলিশ’-এর ফার্স্ট লুক

এবার আরও তিনটি ছবি যুক্ত হল ওটিটি রিলিজের তালিকায়। প্রযোজক দীনেশ বিজনের ‘শিদ্দত’ মুক্তি পাবে ডিজনি হটস্টারে। গত বছর থেকে ছবিটি চর্চায়। প্রথম থেকেই ঠিক ছিল হয়তো ওটিটিতেই মুক্তি পাবে ‘শিদ্দত’। এবার আর সেই সংশয় রাখলেন না নির্মাতারা। রাধিকা মাদান, সানি কৌশল, ডায়না পেন্টি, মোহিত রায়না অভিনীত ছবিটি মূলত প্রেমভিত্তিত। ছবিতে মোহিত ও ডায়না অনস্ক্রিন কাপল। সানির বিপরীতে রাধিকা।

অন্যদিকে ‘মিমি’ ছবিটিও আলোড়ন ফেলেছিল প্রস্তুতির সময় থেকে। নিশ্চিতভাবে জানানো হয়েছে, এই ছবিটিও ওটিটিতেই মুক্তি পাবে। লক্ষণ উটেকার পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে কৃতি শেনন। ছকভাঙা চরিত্র। যেটিকে রীতিতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কৃতি। তাঁকে দেখা যাবে এক সেরোগেট মায়ের ভূমিকায়।

‘হাঙ্গামা-২’

আরও একটি ছবি মুক্তি পাবে ওটিটিতে। রোড ট্রিপ ছবি ‘শাদিস্তান’। ছবিতে মুখ্যচরিত্রে কীর্তি কুলহারি ও নিবেদিতা ভট্টাচার্য। রয়েছেন কেকে মেননও। ছবির হাত ধরে পরিচালনায় ডেবিউ করছেন রাজ সিং চৌধুরী।