বহুদিন পরে ‘ও সনম’ গাইলেন লাকি, ভাইরাল হল ভিডিও
লাকি এখনও নিজের গান নিয়ে মেতে থাকতে চান। এ বার্তা স্পষ্ট তাঁর অনুরাগীদের কাছে।
লাকি আলি (Lucky Ali)। নব্বইয়ের দশকে যাঁরা বড় হয়েছেন, তাঁরা এই নামটার সঙ্গে খুবই পরিচিত। চেনা ছকের বাইরের গান। অন্যরকম গায়কী যাঁদের পছন্দ, তাঁদের লিস্টে লাকি আলি ছিলেন, আছেন এবং থাকবনে। মাঝে বেশ কয়েকটা বছর যেন ভ্যানিশ হয়ে গিয়েছিলেন এই গায়ক। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে গত কয়েকদিন ধরে ফের লাইমলাইটে লাকি আলি। ভাইরাল তাঁর গান।
এই মুহূর্তে গোয়াতে রয়েছেন লাকি। সেখানেই গিটার হাতে গান ধরেছিলেন। লাকি গাইছেন ‘ও সনম’। আর তাঁকে ঘিরে মুগ্ধ শ্রোতার ভিড়। এমনই একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন নাফিসা আলি সোধি। তারপরই সেই ভিডিও ভাইরাল।
আরও পড়ুন, সুস্মিতার মেয়ে রেনের প্রিয় বন্ধুর ছবি প্রকাশ্যে, কে তিনি ?
নাফিসা কয়েক বছর হল গোয়াতেই থাকেন। ক্যানসারের চিকিৎসা চলছে তাঁর। সে কারণে মাঝেমধ্যে মুম্বইতে যেতে হয় তাঁকে। তবে গোয়াতেই থাকা তাঁর পছন্দের। নাফিসার বাড়িতেও সময় কাটিয়েছেন লাকি। সে সময়ও বিভিন্ন ছবি শেয়ার করেছিলেন নাফিসা। তবে লাকির গানের মতো ভাইরাল অন্য কিছু হয়নি।
View this post on Instagram
৬২ বছর বয়সেও এখনও সেই শুরুর দিনের মতো শ্রোতাদের মন ভরাতে পারেন লাকি। বহু গান লিখেছেন, সুর দিয়েছেন। গায়ক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছিলেন এই শিল্পী। আবার তাঁর অভিনয় দক্ষতাতেও মুগ্ধ হয়েছিলেন দর্শক। কিন্তু মাঝের এতগুলো বছর কেন ইন্ডাস্ট্রিতে তাঁকে দেখা গেল না, তা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। তাঁর মতো গুণী শিল্পীরও কি বলিউডে কাজ পেতে সমস্যা হল? বিষয়টা এখনও স্পষ্ট নয়। তবে লাকি এখনও নিজের গান নিয়ে মেতে থাকতে চান। এ বার্তা স্পষ্ট তাঁর অনুরাগীদের কাছে।
আরও পড়ুন, ‘প্রতি বছর আমার সঙ্গেই মায়ের বয়স বাড়ে’, স্মিতাকে খোলা চিঠি প্রতীকের