করোনার হানায় মাকে হারালেন অভিনেত্রী তথা লেখিকা মল্লিকা দুয়া। কোভিডের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার প্রয়াত হয়েছেন মল্লিকার মা পদ্মাবতী দুয়া। যিনি চিন্না দুয়া নামে অধিক পরিচিত ছিলেন।
পদ্মাবতী পেশায় রেডিওলজিস্ট ছিলেন। তাঁর স্বামী বিখ্যাত সাংবাদিক বিনোদ দুয়া। গত মাসে পদ্মাবতী, বিনোদ কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মল্লিকাও আক্রান্ত হয়েছিলেন। তবে পদ্মাবতীর আর বাড়ি ফেরা হল না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
গত ১৪মে হাসপাতালে ভর্তি হওয়ার পরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের শারীরিক অবস্থার খবর দিয়েছিলেন পদ্মাবতী। করোনা আক্রান্ত হওয়ার পর শ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। গত ২২মে শেষবার ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। জানিয়েছিলেন, সুস্থ হওয়ার জন্য সকলের প্রার্থনা কাম্য। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর এবং একমো সাপোর্টে রাখতে হয়েছিল। স্বামী বিনোদ এবং দুই মেয়ে বকুল ও মল্লিকাকে রেখে গেলেন পদ্মাবতী।
পদ্মাবতী ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও পরিচিত নাম। তিনি শাড়ি ভালবাসতেন। বিভিন্ন প্রদেশের শাড়ি ছিল তাঁর সংগ্রহে। পাশাপাশি বেশ কিছু শাড়ির ব্র্যান্ডের হয়ে মডেলিংও করতেন। হাসিখুশি পদ্মাবতীর এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন, রথযাত্রার দিন নতুন উপহার দেবেন ইমন, গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ গায়িকার