চুরমার হওয়া এক হৃদয়: রাজের মৃত্যুর পর প্রথম বার পোস্ট মন্দিরার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 05, 2021 | 2:54 PM

বুধবার ভোরবেলা আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মন্দিরার স্বামীর। শনিবারই রাজের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে।

চুরমার হওয়া এক হৃদয়: রাজের মৃত্যুর পর প্রথম বার পোস্ট মন্দিরার
মন্দিরা-রাজ

Follow Us

একখানা হৃদয়…আর তাতেই মনের আবেগ যেন উজাড় করে দিয়েছেন মন্দিরা বেদী। বুঝিয়ে দিয়েছেন যে ক্ষত হয়েছে তাঁর হৃদয়ে তা পূরণ হবার নয়। বুঝিয়ে দিয়েছেন তাঁর অমন আজ ভেঙে চুরমার হয়ে গিয়েছে।

স্বামী রাজ কৌশলের মৃত্যুর পাঁচ দিন পর সোশ্যাল মিডিয়ায় প্রথম বার পোস্ট করলেন মন্দিরা। তাতে ছিল না আবেগের আতিশয্য। ছিল না দুঃখের ঘনঘটা। রাজের সঙ্গে কাটানো রঙিন দিনের কাটানো তিন মুহূর্ত শেয়ার করেছেন মন্দিরা। যে মুহূর্তগুলি ছিল সুখের, ছিল আনন্দের। ক্যাপশনে এক ভগ্ন হৃদয়- ওই এক ইমোজিতেই যেন বুঝিয়ে দিয়েছেন অনেক কিছুই।

কমেন্ট সেকশনে উপচে পড়েছে সহানুভূতি। পাশে রয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। তবু মন্দিরা যে ভাল নেই তাঁর প্রমাণ মিলেছিল গতকাল অর্থাৎ রবিবারই। নিজের সদা হাস্যময় প্রোফাইল পিকচার মুছে দিয়ে তাতে দিয়েছেন এক রাত্রি নীরবতা। মন্দিরার ডিপিতে এখন নিকষ অন্ধকার। এ দিনও সেই ছবির পরিবর্তন হয়নি। রাজ-শোক কাটিয়ে উঠতে পারছেন না তারকা?


বুধবার ভোরবেলা আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মন্দিরার স্বামীর। শনিবারই রাজের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। হাজির ছিলেন ইন্ডাস্ট্রির হাতেগোনা কয়েকজন। রাজের মৃত্যুর পর তাঁকে নিয়ে মুখ খুলেছিলেন রাজের ঘনিষ্ঠ বন্ধু সুলেমান মার্চেন্ট, যিনি একাধারে মিউজিক কম্পোজারও। মঙ্গলবার গভীর রাতে প্রয়াত রাজের ওই দিন ঠিক কী হয়েছিলেন জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- তোমাকে ছেড়ে বেঁচে থাকার লড়াই যে কী জিনিস সেটা ভোগ করছি: কাঞ্চন মল্লিক

সুলেমনের কথায়, ‘সন্ধে থেকেই অস্বস্তি বোধ করছিল রাজ। অ্যান্টাসিড ট্যাবলেটও খেয়েছিল। রাতের দিকে সমস্যা আরও বাড়ে। রাজ হয়তো বুঝতে পেরেছিল হার্ট অ্যাটাক হচ্ছে তাঁর। মন্দিরাকে জানিয়েওছিল। মন্দিরাও সঙ্গে সঙ্গে রাজের বন্ধু আশিষ চৌধুরীকে ফোন করে। আশিষ দৌড়ে ওঁদের বাড়ি আসে। মন্দিরা-আশিষ মিলে রাজকে ধরাধরি করে গাড়িতেও তোলে। কিন্তু ততক্ষণে কথা বলা বন্ধ করে দিয়েছে রাজ।”

সুলেমন আরও জানান, রাজের বয়স যখন ৩০-৩২ তখন একবার হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। তার পর থেকে কড়া নিয়মে ছিলেন তিনি। কিন্তু একটা হার্ট অ্যাটাক, আর তাতেই স্তব্ধ হল জীবন।

Next Article