রাজের প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় প্রথম বার্তা দিলেন মন্দিরা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 14, 2021 | 4:57 PM

Mandira Bedi: একটাই বাক্য। আর তাতেই মন্দিরার মানসিক অবস্থার দিকটা স্পষ্ট হয়ে উঠেছে।

রাজের প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় প্রথম বার্তা দিলেন মন্দিরা
মন্দিরা এবং রাজ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

‘রাজি’। সদ্য প্রয়াত স্বামী রাজ কুশলকে এই নামেই ডাকতেন অভিনেত্রী তথা সঞ্চালিকা মন্দিরা বেদী। রাজ যে নেই, এই সত্যিটার সঙ্গে এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মন্দিরা। একটুকরো টিস্যুর উপর লেখা ‘রাজি…’। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মন্দিরা।

একটাই বাক্য। আর তাতেই মন্দিরার মানসিক অবস্থার দিকটা স্পষ্ট হয়ে উঠেছে। মন্দিরা লিখেছেন, ‘মিস ইউ রাজি…’। নিজের মনের অবস্থা বোঝাতে আর কোনও শব্দ খরচ করেননি তিনি। রাজকে হারানোর পর দুই সন্তান নিয়ে এখনও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তিনি অনুরাদীদের সঙ্গে যেটুকু যোগাযোগ, তাও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই বজায় রাখছেন মন্দিরা।

হার্ট অ্যাটাকে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন রাজ। স্বামীর শেষকৃত্য একা হাতে সামলেছেন মন্দিরা। সোশ্যাল মিডিয়ায় মন্দিরার ভেঙে পড়া চেহারা, রাজকে বহন করা, শ্মশানে শেষকৃত্যে অংশগ্রহণের ছবি কার্যত ভাইরাল হয়েছে। এই কাজের জন্য সমালোচিতও হতে হয়েছে মন্দিরাকে। তাঁকে রীতিমতো ট্রোল করা হচ্ছে।

এই পরিস্থিতিতে মন্দিরার সমালোচনা করা যে ঠিক নয়, তা একবাক্যে মেনে নিয়েছেন সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ। রাজের আচমকা প্রয়াণ মন্দিরাকে স্তব্ধ করে দিয়েছিস। দুই সন্তান, বীর এবং তারাকে সামলাতেই ব্যস্ত হয়ে পড়েন তিনি। তাঁকে ঘিরে রেখেছেন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা। আপাতত সন্তানদের আগলে রাখা তাঁর প্রায়োরিটি। ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কী আলোচনা হচ্ছে, তা নিয়ে বিন্দুমাত্র তিনি ভাবিত নন বলেই জানিয়েছেন ঘনিষ্ঠরা। ধীরে ধীরে যে স্বাভাবিক জীবনে মন্দিরা ফিরছেন, তা দেখে খুশি অনুরাগীরা। তবে ফের কবে কাজে ফিরবেন, তা এখনও নিশ্চিত জানা যায়নি।

আরও পড়ুন, গোয়ায় ঘনিষ্ঠ লিয়েন্ডার পেজ-কিম শর্মা, নতুন সম্পর্কের ইঙ্গিত?

Next Article