লিয়েন্ডার পেজ এবং কিম শর্মা কি প্রেম করছেন? বিশেষ সম্পর্কে রয়েছেন তাঁরা? ভাইরাল হওয়া ছবিতে যুগলের ঘনিষ্ঠতা দেখে এ প্রশ্ন করছেন অনুরাগীরা। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য করেননি দুজনে।
সামনে রকমারি খাবার। হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে লিয়েন্ডার পেজ এবং কিম শর্মা। টেনিস তারকা এবং বলিউড অভিনেত্রীর এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে লিয়েন্ডারের কোলে বসে কিম। তাঁকে পিছন থেকে দু’হাত দিয়ে জড়িয়ে রেখেছেন লিয়েন্ডার। পাশে রয়েছে পোষ্য দু’টি কুকুরও।
লিয়েন্ডার এবং কিমের এই ছবি গোয়ার এতটি বিচ ফ্রন্ট বার অ্যান্ড রেস্তোরাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই এই দুই সেলেবের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
গোয়ায় দারুণ ছুটি কাটাচ্ছেন লিয়েন্ডার এবং কিম। এই ছবি প্রকাশ হওয়ার পর এখনও পর্যন্ত তাঁরা গোয়ায় যুগলে উপস্থিতিকে অস্বীকার করেননি।
শোনা যায় ‘হাসিন দিলরুবা’ খ্যাত অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে ডেট করছিলেন কিম। যদিও সেই সম্পর্ক নিয়ে নায়িকা কোনও মন্তব্য করেননি।
অন্যদিকে ২০১৭-এ রেহা পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে লিয়েন্ডার। তারপর তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না, সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।