AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manoj Bajpayee: বিনামূল্যে মদ্যপান, লোভ সামলাতে না পেরে মাঝ আকাশেই বেহুঁস মনোজ

Bollywood Gossip: ছোট থেকেই পরিস্থিতির সঙ্গে কঠিন লড়াই করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। একাধিকবার সেই কথা নিজে মুখেই জানিয়েছেন অভিনেতা। অভাবের মধ্যেই বাঁচিয়ে রেখেছিলেন মনের ইচ্ছে।

Manoj Bajpayee: বিনামূল্যে মদ্যপান, লোভ সামলাতে না পেরে মাঝ আকাশেই বেহুঁস মনোজ
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 9:34 PM
Share

অভিনেতা মনোজ বাজপেয়ী বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ক্যান্ডিড। মাঝে মধ্যেই তিনি নিজের জীবনের নানা মজার মজার ঘটনা শেয়ার করে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না। তিনি হাসির ছলেই জানিয়ে দিলেন, জীবনের প্রথম আন্তর্জাতিক বিমান সফরে ঠিক কী কী কাণ্ড ঘটিয়েছিলেন। যা শুনে রীতিমত অবাক ভক্তরা। এও সম্ভব? কী এমন করেছিলেন তিনি। নিজেই মনোজ বাজপেয়ী জানান, পকেটে টাকা না থাকার কারণে বিমানে মদ্যপান করতে ইচ্ছুক ছিলেন না তিনি। কিন্তু কিছুক্ষমের মধ্যে আবিষ্কার করেছিলেন যে তা ফ্রিতে পাওয়া যায়। এরপরই ঘটান অঘটন।

অভিনেতার কথায়, আমি যখন থিয়েটার করতাম তখন আমি একবার প্যারিস যাই। সেটাই ছিল আমার কাছে প্রথম আন্তর্জাকিত ট্রিপ। সেই সময় আমি যখন বিমানে ছিলাম, আমি খুব একটা মদ্যপান করতে চাইছিলাম না। কারণ আমার মনে হয়েছিল মদের দাম সেখানে ভীষণ বেশি হবে। আর আমার কাছে সেভাবে টাকা ছিল না। থিমেটারের জন্য আমি সেখানে গিয়েছিলাম এক্সেটেঞ্জ প্রোগ্রামে। হঠাৎ আমি আবিষ্কার করি, সেখানে মদ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। যখন আমি ফিরলাম, তখন আমি রীতিমত বেঁহুস। আমি এতটাই মদ্যপান করে ফেলেছিলাম।

ছোট থেকেই পরিস্থিতির সঙ্গে কঠিন লড়াই করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। একাধিকবার সেই কথা নিজে মুখেই জানিয়েছেন অভিনেতা। অভাবের মধ্যেই বাঁচিয়ে রেখেছিলেন মনের ইচ্ছে। অভিনয় করেই নিজের জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ। তাই করেছিলেন। তবে কেরিয়ারে যে তেমন সাফল্য প্রথম থেকেই তাঁর ঝুলিতে এসেছিল তা মোটেও নয়। বরং সুযোগ পাওয়ার পরও তেমন একটা লাভের লাভ হয়নি অভিনেতার। বর্তমানে তিনি বলিউডের অন্যতম সেরা অভিনেতা। তবে একটা সময় রীতিমত কাজ চাইতে হয়েছিল তাঁকে। একটা সময় ছিল যখন সেভাবে কাজ পাননি মনোজ বাজপেয়ী। বহু কষ্টের পর পায়ের তলার মাটি শক্ত হয়েছিল অভিনেতার।