AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lost Actor Preeti Jhangiani: ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে ইচ্ছাপ্রকাশ, এতদিন কোথায় ছিলেন ‘মহব্বতেঁ’-এর প্রীতি?

হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, নিজেও ছবি প্রযোজনা করেছেন। সংসার নিয়ে আপাতত ব্যস্ত অভিনেতা পরভিন দাবাসের স্ত্রী।

Lost Actor Preeti Jhangiani: ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে ইচ্ছাপ্রকাশ, এতদিন কোথায় ছিলেন 'মহব্বতেঁ'-এর প্রীতি?
প্রীতি জাঙ্গিয়ানি।
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 4:46 PM
Share

অনেক বছর আগে একটি মিউজ়িক ভিডিয়োতে অংশ নিয়ে জনপ্রিয় হয়েছিলেন। গানটি ছিল ‘চুইমুই সি তুম লগতি হো’। তারপর তাঁকে দেখা যায় ‘মহব্বতেঁ’ ছবিতে। তিনি প্রীতি ঝাঙ্গিয়ানি। মনে পড়ে? ভারতীয় জাওয়ানের সেই বিধবা স্ত্রী কে। তাঁর প্রেমে হাবুডুবু হয়েছিলেন জিমি শেরগিল। প্রায় দুই দশক লাইমলাইটের বাইরে প্রীতি। এখন আর তাঁকে দেখা যায় না কোথাও। কোথায় হারিয়ে গেলেন মিষ্টিমুখী প্রীতি? অনেকের মনেই সেই প্রশ্ন জাগে। এখন কী করছেন তিনি? রুপোলি পর্দার বাইরে থাকা অভিনেত্রী কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। নিয়মিতভাবে অনুরাগীদের সঙ্গে কথাও বলেন তিনি।

View this post on Instagram

A post shared by Preeti Jhangiani (@jhangianipreeti)

প্রীতি এখন সংসারী। দুই সন্তানের জননী তিনি। নিজেকে পুরোপুরি পালটে ফেলেছেন অভিনেত্রী। বিয়ে করেছেন অভিনেতা পরভিন দাবাসকে। আগের চেয়ে আরও বেশি ফিট ও স্টাইলিশ অবতারে ধরা দেন নেট দুনিয়ায়। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলেই দেখতে পাবেন। কিন্তু এত পরিবর্তনের মধ্যেও একটি জিনিস পালটায়নি প্রীতির। তা হল, মন ভোলানো মিষ্টি হাসি। সহজেই অনুরাগীদের মুগ্ধ করেছিলেন বলিউডে প্রবেশের পরপরই। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আপটেড দেন প্রীতি।

অভিনয় জগৎ থেকে সরে থাকলেও জনপ্রিয়তায় একচুলও ঘাটতি দেখা যায়নি তাঁর। প্রায়সই ছবি ও ভিডিয়ো শেয়ার করেন প্রীতি। সম্প্রতি একটি ভিডিয়ো আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। মুহূর্তে মুগ্ধ তাঁর অনুরাগীরা। মুহূর্তে লাইক ও কমেন্টের বর্ষণ! এক অনুরাগী কমেন্ট করে বলেছেন, “বহু অভিনেত্রী আছেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু আপনার মতো সুন্দরী কেউ নন। আপনি সেরা। এই কথাটি আপনি কোথাও লিখে রাখুন।” অন্য এক অনুরাগী বলেছেন, “অসাধারণ সৌন্দর্যের আদর্শ উদাহরণ আপনি ম্যাডাম।”

বলিউডে সুন্দর ভাবেই জার্নি শুরু করেছিলেন প্রীতি। অমিতাভ বচ্চন, শাহরুখ খান অভিনীত, আদিত্য চোপড়া পরিচালিত এবং যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছিল ‘মহব্বতেঁ’। তারপর ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘বাজ়: আ বার্ড ইন ডেঞ্জার’ ছবিতে অভিনয় করেন। প্রযোজকের আসনেও বসেছেন প্রীতি। ‘সাহি ধন্দে গলত বন্দে’ নামের একটি অ্যাকশন কমিডি ছবি তৈরি হয় তাঁর প্রযোজনায়। ই-টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর সিনেমা থেকে সরে আসার বিষয়ে খোলাখুলি কথা বলেছিলেন প্রীতি। বলেছেন, “যে ধরনের ছবিতে অভিনয় করার অফার পাচ্ছি, তা আমার ভাল লাগছিল না। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে চাই।”

আরও পড়ুন: Exclusive-Sabitri Chattopadhyay at 85: উত্তমদা যখন কোনও দুর্বল মুহূর্তে আমাকে জোর করতেন… আমি চুপ করে থাকতাম…: সাবিত্রী চট্টোপাধ্যায়

আরও পড়ুন: International Mother Language Day: সনাতনকে সংরক্ষণ করার দায় বাংলায় নেই: জাতীয় পুরস্কারবিজয়ী প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: New Film-Bengali Director: সমকামিতা ও এক অসহায় বাবার গল্প বলছেন কলকাতার অনীক চৌধুরী; অভিনয়ে মুম্বইয়ের পবন চোপড়া