Mrunal Thakur: হঠাৎ বডি শেমিং নিয়ে সরব ম্রুণাল ঠাকুর, ধন্যবাদ জানালেন ট্রোলারকে, কিন্তু কেন?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Mar 02, 2022 | 6:55 PM

ম্রুণাল ঠাকুরের কিক-বক্সিংয়ের ভিডিয়ো দেখে কী মন্তব্য এলো সোশ্যাল মিডিয়াতে? উত্তরে কী বললেন শাহিদ নায়িকা?

Mrunal Thakur:  হঠাৎ বডি শেমিং নিয়ে সরব ম্রুণাল ঠাকুর, ধন্যবাদ জানালেন ট্রোলারকে, কিন্তু কেন?
ম্রুণাল ঠাকুর

Follow Us

সম্প্রতি ম্রুণাল ঠাকুর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। যেখানে তাঁকে কিক-বক্সিং অভ্যেস করতে দেখা যায়। ছবির নীচে ক্যাপশন হিসেবে তিনি দেন, “নিয়মিত একটা দিন মাত্র।” সঙ্গে একটি কান্নারত ইমোজি। এই পোস্ট ভাইরাল হতেই তাঁর চেহারা নিয়ে শুরু হয় মন্তব্য। কিছু মানুষ তাঁর সুস্থ্য থাকার এই প্রচেষ্টাকে স্বাগত জানান। তবে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁকে অপমানজনক কথাও বলেন চেহারা নিয়ে। কেউ একজন লেখেন, “নীচের অংশ কমাও, স্বাভাবিক সৌর্ন্দয অনেক ভালো। মেদ ‘ইলিউশন’-এর মতো।”

 

মন্তব্য দেখেই ম্রুণালের পাল্টা জবাব, “কেউ এর জন্য খরচ করেন। কারও স্বাভাবিকভাবেই এটা রয়েছে। যা আমাদের সকলের দরকার, তা হল এটা উদযাপন করা। তুমিও তোমারটা দেখা… উদযাপন করো।” অন্য একজন লিখেছেন তাঁর পিছনটা দেখতে অনেকটা ‘মটকা’-র মতো। এর উত্তরে নায়িকার মজার উত্তর “ধন্যবাদ ভাই”।

ম্রুণাল এই কিক-বক্সিংয়ের ভিডিয়ো পোস্ট তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেও দেন, সঙ্গে লেখেন, “কারও কি কোনও ধারণা রয়েছে, ফিট থাকতে আমি কতটা পরিশ্রম করি? এটা আমার চেহারার ধরন, আর সত্যি এর জন্য আমার কিছু করার নেই। আমি এগুলো করি মজার ছলে।” জানুয়ারি মাসে ম্রুণালের কোভিড পজিটিভ হয়েছিল। সে খরব তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানান। যেখানে তিনি জানান, ডাক্তারের পরামর্শ মতো তিনি নিজেকে সকলের থেকে দূরে রেখেছেন। কোভিড বিধি মেনেও চলছেন। সুস্থ হয়ে তিনি আবার নিজের ফিটনেস অনুশাসনে ফিরে এসেছেন। সেই ছবি সকলের সঙ্গে ভাগ করে নিতেই দিয়েছিলেন কিক-বক্সিংয়ের ভিডিয়ো। যা নিয়ে শুরু হয়েছিল বিড-শেমিং ট্রোলস। যার যোগ্য জবাবও তিনি দিয়েছেন।
শাহিদ কাপুরের সঙ্গে ‘জারসি’ ছবি মুক্তির অপেক্ষায়। এরপর তাঁকে পাওয়া যাবে ‘আঁখ মিচলি’, ‘গুমরাহ’ ছবিতে। তাই নিজেকে ফিট রাখতে আপাতত ব্যস্ত নায়িকা।

আরও পড়ুন: Kalkakha: ‘পথের পাঁচালী’র পরিবেশনার দায়িত্বে থাকা প্রযোজনা সংস্থা ফিরছে ছবি-নির্মাণে, ফিরবে কি বাংলা ছবির হাল?

Next Article