“শিল্পা শেট্টি সব জানেন”। পর্ন ভিডিয়ো তৈরিতে রাজ কুন্দ্রাকে গ্রেফতারের মামলায় মুখ খুলে বিস্ফোরক উক্তি করলেন অভিনেতা মুকেশ খান্না। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুকেশ বলেন, “শিল্পা ১২০ শতাংশ সব জানে। কারণ ও একজন ডিরেক্টর। শিল্পা দোষী সেটা বলছি না। ওকে জিজ্ঞেস করা হোক। সাহস থাকলে নিজের স্বামীর বিরুদ্ধে কথা বলবে শিল্পা।”
প্রসঙ্গত, রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন শিল্পা শেট্টি। রাজের গ্রেফতারির পর ওই কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। মুকেশের কথায়, “শিল্পা হল রাজের সবথেকে ঘনিষ্ঠ। ওর সবার আগে জানা উচিত। রাজের গ্রেফতারির পর এটা বলেছিলাম একটা চ্যানেলে। তারপর দেখা গেল শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ আর কেউ সতী সাবিত্রী নয়, ঘোমটা দিয়ে বসে থাকবে। যখন স্ট্রাগল করছে, তখন থেকে শিল্পাকে চিনি। হাসিখুশি অভিনেত্রী। ‘ম্যায় আনাড়ি তু খিলাড়ি’তে দেখেছি। ওকে গ্রো করতে দেখেছি। বর, বউয়ের মাঝে কথা বলার আমি কেউ নই। কিন্তু শিল্পা সব জানে, ওর সেগুলো খুলে বলা উচিত।”
গোটা ঘটনায় রাজ কুন্দ্রা দোষী, এমন দাবি করছেন না মুকেশ। তাঁর মতে বিচারের ভার আদালতের। কিন্তু অবৈধ ঘটনা যে প্রকাশ্যে এসেছে, তাতে খুশি তিনি। মুকেশ বলেন, “রাজের সঙ্গে কোনওদিন দেখা হয়নি। ম্যাচ ফিক্সিংয়ে ওর নাম শুনেছিলাম কয়েক বছর আগে। কী প্রমাণ হবে আমি জানি না। সুশান্ত মার্ডার কেস আজও প্রমাণ হয়নি। অন্তত নিষিদ্ধ বিষয়টা সামনে এসেছে, সেটা কড়া ভাবে নিষিদ্ধ করা হোক। অবৈধ কাজ আমি সমর্থন করি না। দেশের যুবসমাজ, শিশুদের ব্যাপারে কনসার্ন আমি। যাঁরা এ কাজ করেছেন তাঁদেরকে ডিফেন্ড করতে চাই না।”
গত ১৯ জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি তৈরি করে একটি অ্যাপের সাহায্যে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। আগামী ২৭ জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতেই থাকবেন রাজ। গত শুক্রবার শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ছয় ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। পুলিশ সূত্রে খবর, শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকা পয়সার লেনদেনের উপর কড়া নজর রাখবে মুম্বই পুলিশ।
আরও পড়ুন, ফ্ল্যাট শেয়ার করে থাকতে গিয়ে প্রেমের হদিশ, অন্য সম্পর্কের ঠিকানা?