Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্ল্যাট শেয়ার করে থাকতে গিয়ে প্রেমের হদিশ, অন্য সম্পর্কের ঠিকানা?

web series: চরিত্ররা কী ভাবে ফ্ল্যাটমেট থেকে সোলমেট হয়ে যাবেন, সে গল্প এই ছবিতে ফ্রেমবন্দি হয়েছে। মুক্তি পাওয়া টিজার এবং ট্রেলার দেখে সোশ্যাল অডিয়েন্সের একাংশের মনে হয়েছে সম্পর্কের এক নতুন আঙ্গিক এই ছবিতে ধরা পড়বে।

ফ্ল্যাট শেয়ার করে থাকতে গিয়ে প্রেমের হদিশ, অন্য সম্পর্কের ঠিকানা?
মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রমণ চট্টোপাধ্যায় এবং ঐশ্বর্য সেন।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 8:25 PM

ছেলেটি স্ট্যান্ড আপ কমেডিয়ান। মেয়েটি নিজের একটি ওয়েডিং ম্যানেজমেন্ট কোম্পানি খুলতে চায়। আর ব্যক্তিগত জীবন সম্পর্কে এটুকু জেনে রাখুন, সদ্য ব্রেকআপ হয়েছে। এ হেন দুই মূর্তি একসঙ্গে একটি ফ্ল্যাটে থাকতে শুরু করল। বন্ধুত্ব, প্রেম, পরিচিত, আত্মীয়- এ সব নয়। ওদের সম্পর্কের সংজ্ঞা ‘ফ্ল্যাটমেট’।

ফ্ল্যাটমেটদের সম্পর্ক ধীরে ধীরে পাল্টে যায়। আর এই বদলের নেপথ্য নায়ক অভ্র চক্রবর্তী। তাঁর পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘ফ্ল্যাটমেট’ আগামী ৩০ জুলাই থেকে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস্’-এর প্ল্যাটফর্মে দেখা যাবে। মোট ছয়টি এপিসোড। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রমণ চট্টোপাধ্যায় এবং ঐশ্বর্য সেন।

অভ্রর বড় হওয়া আরামবাগে। জয়পুরিয়া কলেজের ইংরেজির স্নাতকের লেখা শুরু লিটল ম্যাগাজিনে। প্রয়াত পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের অ্যাসোসিয়েট ছিলেন আট বছর। প্রথম দিকে অবজারভার। তারপর অ্যাসিসটেন্ট। ‘এলার চার অধ্যায়’, ‘নায়িকা সংবাদ’-এর কো রাইটার এবং অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছেন। রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথ পরিচালনা করেছেন ‘কেকওয়াক’। তাঁর তৈরি শর্টফিল্ম ‘জীবিত ও মৃত’ গত বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এবং ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। এ হেন অভ্র ‘ফ্ল্যাটমেট’-এর গল্প লেখেন এক বন্ধুকে দেখেই।

এ বিষয়ে TV9 বাংলাকে অভ্র বললেন, “আমি নিজে কখনও ফ্ল্যাট শেয়ার করে থাকিনি। বন্ধুরা থেকেছে। এক বন্ধুকে দেখেছি, কাপল নয়, ফ্ল্যাটমেট। পরে রিলেশনশিপ হয়। ব্রেকআপের পর নাকি একজন মেয়ের সঙ্গে থাকতে ইচ্ছে করছিল বলে ‘ফিমেল ফ্ল্যাটমেটস চাই’ এমন পোস্ট দিয়েছিল আমার এক বন্ধু। আবার যে মেয়েটি আমার বন্ধুর ফ্ল্যাটমেট, তার সঙ্গে কথা বলে দেখেছি সে মনে করে, ফ্ল্যাটমেট হিসেবে ছেলেরা কোঅপারেট করে অনেক বেশি। মেয়েদের সঙ্গে থাকলে ঝগড়া হয়। ওদের দেখে এই গল্পটার কথা ভাবি।”

অভ্রর চরিত্ররা কী ভাবে ফ্ল্যাটমেট থেকে সোলমেট হয়ে যাবেন, সে গল্প এই ওয়েব সিরিজে ফ্রেমবন্দি হয়েছে। মুক্তি পাওয়া টিজার এবং ট্রেলার দেখে সোশ্যাল অডিয়েন্সের একাংশের মনে হয়েছে সম্পর্কের এক নতুন আঙ্গিক এই সিরিজে ধরা পড়বে।

আরও পড়ুন, রাজের বিরুদ্ধে সাক্ষ্য চার কর্মচারীর, গুপ্ত লকার থেকে উদ্ধার নথি