AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজের বিরুদ্ধে সাক্ষ্য চার কর্মচারীর, গুপ্ত লকার থেকে উদ্ধার নথি

Raj Kundra arrest: পর্নোগ্রাফির ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ রাজ কী কাজে লাগাতেন, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

রাজের বিরুদ্ধে সাক্ষ্য চার কর্মচারীর, গুপ্ত লকার থেকে উদ্ধার নথি
রাজ কুন্দ্রা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 8:36 PM
Share

পর্ন ভিডিয়ো তৈরির অভিযোগে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি মামলায় নতুন মোড়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাজের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন তাঁর চার কর্মচারী। আগামী ২৭ জুলাই পর্যন্ত রাজকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

সূত্রের খবর, এখনও পর্যন্ত সব অভিযোগ অস্বীকার করেছেন রাজ। কিন্তু তাঁর এই চারজন কর্মচারী ব্যবসা এবং আর্থিক লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য জানেন। যা তাঁরা মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার অফিসারদের কাছে জানাবেন বলে জানা গিয়েছে। ওই চারজনের বয়ান রেকর্ড করবে পুলিশ।

পর্নোগ্রাফির ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ রাজ কী কাজে লাগাতেন, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। শনিবার রাজের ভিয়ান ইন্ডাস্ট্রিজ কোম্পানির একটি গুপ্ত লকারের সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে ওই ব্যবসা সম্পর্কিত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। ওই কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন শিল্পা শেট্টি। রাজের গ্রেফতারির পর ওই কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন শিল্পা।

রাজ কাণ্ডে প্রথম থেকেই উঠে এসেছে মডেল তথা অভিনেত্রী গহেনা বশিষ্টের নাম। তিনি রাজকে এই ব্যবসায় সাহায্য করতেন বলে অভিযোগ। যদিও সংবাদ মাধ্যমে গহেনা বলেন, “যে সব মেয়েরা বলছেন তাঁদের জোর করা হয়েছিল, বিশেষত পুনম পাণ্ডে এবং শার্লিন চোপড়া, তাঁরা মিথ্যে বলছেন। পুনম বহু বছর ধরে নগ্ন ভিডিয়ো শুট করছে। ও আর ওর স্বামী প্রচুর ভিডিয়ো করেছে। ওরা ভয় পেয়ে গিয়ে রাজের নাম করছে।”

গত ১৯ জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি তৈরি করে একটি অ্যাপের সাহায্যে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আগামী ২৭ জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতেই থাকবেন রাজ। গত শুক্রবার শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ছয় ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। পুলিশ সূত্রে খবর, শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকা পয়সার লেনদেনের উপর কড়া নজর রাখবে মুম্বই পুলিশ।

রাজকে গ্রেফতারের পর মুম্বইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগ্রাল এক বিবৃতিতে বলেন, “২০২১ সালে ফেব্রুয়ারিতে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে রাজের বিরুদ্ধে পর্ন ফিল্ম তৈরি এবং কয়েকটি অ্যাপের মাধ্যমে প্রকাশের বিষয়ে এক মামলা দায়ের করা হয়েছিল। আমরা ১৯-০৭-২০২১ তারিখে এই মামলার মূল ষড়যন্ত্রকারী হিসাবে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছি।”

আরও পড়ুন, ‘কী করে বলব তোমায়’ শেষের পর মুড সুইং করছে স্বস্তিকার

আরও পড়ুন, ‘মসান’-এর ছয় বছর পূর্তি, স্মৃতি শেয়ার করলেন কলাকুশলীরা