‘মসান’। ছয় বছর আগে মুক্তি পেয়েছিল নীরজ গায়ওয়ান পরিচালিত এই ছবি। ২৪ জুলাই, ২০১৫-এ মুক্তি পাওয়া সে ছবির মাধ্যমেই ডেবিউ করেছিলেন ভিকি কৌশল। ছয় বছর পরে ডাউন মেমরি লেনে হাঁটলেন কলাকুশলীরা।
ভিকি কৌশল, রিচা চাড্ডা, শ্বেতা ত্রিপাঠি এই ছবির সম্পদ। গল্পের চলন, পরিচালকের মুন্সিয়ানা দর্শক আজও মনে রেখেছেন।
ভিকি লিখেছেন, ‘ফরএভার গ্রেটফুল’। আকাশের দিকে মুখ, চোখ বন্ধ ভিকি ‘মসান’-এর লুকে নিজের ছবি শেয়ার করেছেন।
রিচা লিখেছেন, ‘ছয় বছর হয়ে গেল, তা বিশ্বাস হয় না। আজও যেন মনে হয় গতকালের ঘটনা।’ এই ছবিতে অভিনয় করতে গিয়ে অনেক বন্ধু পেয়েছেন রিচা। যাঁরা ছবিটিকে সমর্থন করেছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
পরিচালককে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন রিচা। তাঁর কথায়, ‘আমার মনে হয় বিশ্ব সিনেমার কাছে নীরজ একটি উপহার।’
শ্বেতা ত্রিপাঠি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছিলেন ‘মসান’-এর স্মৃতি। ভিকি এবং শ্বেতার জুটির অভিনয় আজও মনে রেখেছেন দর্শক।
বলি ইন্ডাস্ট্রির ইঁদুর দৌড়ে ভিকি এখন প্রথম সারির নাম। মাত্র ছয় বছরে এই সাফল্যের ব্যখ্যায় ভিকি নিজেও অনেকটা কৃতিত্ব দিতে চান মসানকে। কারণ প্রথম ছবিতে দর্শক তাঁকে গ্রহণ না করলে হয়তো এতদূর আসা হত না।