বাড়িতে বসে ‘লুডো’ খেলুন—মুম্বই পুলিশের পোস্ট রিটুইট করে কেন লিখলেন অভিষেক?
মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডেলের বুদ্ধিদীপ্ত পোস্টে সেলিব্রিটিদের লাইকও কম পড়ে না।
মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডেলটি প্রায়ই ভারতের পপ সংস্কৃতি বা বলিউডকে উল্লেখ করে সৃজনশীল উপায়ে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পোস্ট করে। বুদ্ধিদীপ্ত পোস্টে সেলিব্রিটিদের লাইকও কম থাকে না। শুক্রবার রাতে তাঁরা অভিনেতা অভিষেক বচ্চন এবং তাঁর অভিনীত ছবি নিয়ে বেশ মজাদার এক পোস্ট শেয়ার করে মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডেল।
আরও পড়ুন ভীষণ পছন্দ হয়েছিল স্ক্রিপ্ট, তবু ‘ধ্যানচাঁদ’ বায়োপিক প্রত্যাখ্যান করলেন বরুণ ধাওয়ান
‘Guru’, Mumbai ho ya ‘Delhi-6’ feet distance zaruri hai!
Social distancing ko ‘abhi alvida na kehna’
लॉकडाऊन संपेपर्यंत आपले 'हाऊसफुल' असुद्या. बाहेर जाण्याचे कुठलेही 'बहाणे' चालणार नाहीत! #NoBahaneToLoiter #BeBollyGood#StayHomeStaySafe#TakingOnCorona pic.twitter.com/4W1JKlvTPd
— Mumbai Police (@MumbaiPolice) May 21, 2021
মুম্বই পুলিশ অভিষেক বচ্চনের একটি ছবি শেয়ার করে, তাতে লেখা ’অভি’ ফিস্ট বাম্প, ‘শেখ’ হ্যান্ডস হোয়েন ইট্স সেফার প্লিজ!” অর্থাৎ এখন হাত মুঠো, করমর্দন তখনই হোক যখন অবস্থা নিরাপদ হবে, প্লিজ। পোস্টের ক্যাপশন ছিল আরও মজাদার, ‘গুরু’ মুম্বই কিংবা দিল্লি-৬ ফিট দূরত্ব বজায় রাখুন। দূরত্ববিধিকে ‘কভি অলভিদা না কেহনা’।
Couldn’t agree more @MumbaiPolice
Ghar baitho, family ke saath “Dhoom” machao, “Ludo” khelo. Safe raho? ? https://t.co/Yv14HcsW3Y
— Abhishek Bachchan (@juniorbachchan) May 21, 2021
জুনিয়র বচ্চনের চোখ এড়ায়নি মুম্বই পুলিশের এ হেন টুইট। অভিষেক যাকে দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন টুইট দেখে। তিনি রিটুইট করে লেখেন, “মুম্বই পুলিশ এর থেকে বেশি সহমত আর হতে পারলাম না। বাড়িতে থাকুন, পরিবারের সঙ্গে ‘ধুম’ মাচাও। ‘লুডো’ খেলো। নিরাপদ থাকুন।“
এক পলিটিক্যাল কমেডিতে দুনীর্তিগ্রস্থ মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘দশভি’। সূত্র থেকে পাওয়া খবর, ১৩ বছর পর আবার জুটি বাঁধছেন জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন। একটি মালয়ালম ছবির হিন্দি রিমেকে দু’জনকে আবার একসঙ্গে দেখা যাবে।