Naseeruddin Shah: সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নাসিরুদ্দিন শাহ

গত বুধবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বর্ষীয়ান এই অভিনেতাকে।

Naseeruddin Shah: সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নাসিরুদ্দিন শাহ
নাসির।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 9:13 PM

গত ৩০জুন, হাসপাতালে ভর্তি হন  নাসিরুদ্দিন শাহ। নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিনের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। ফুসফুসে একটি প্যাচ নজরে আসে চিকিৎসকদের তারপরই নেওয়া হয় সিদ্ধান্ত।

সুস্থ রয়েছেন নাসিরুদ্দিন শাহ এবং আরও এক সান্ত্বনাজনক সংবাদও রয়েছে। অভিনেতা নাসিরউদ্দিন শাহ মুম্বইয়ের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার খবরটি ছেলে ভিভান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন। দু’টি ছবি পোস্ট করেন ভিভান। দেখা যায় রত্না পাঠক (নাসিরের স্ত্রী ও অভিনেত্রী ) এবং নাসিরুদ্দিন শাহকে। দু’জন ছিলেন তাঁদের শোবার ঘরে। রত্না পাঠক জামাকাপড় ভাঁজ করছেন বলে মনে হয় এবং নাসিরুদ্দিনকে দেখে মনে হয় যে তিনি তাঁর ফোনটি চেক করছেন।

প্রথম ছবিতে ভিভান লেখেন, ‘আজ সকালে তিনি ছাড়া পেলেন’ এবং দ্বিতীয়টিতে লেখেন, ‘বাড়ি ফিরলেন’। গত বুধবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বর্ষীয়ান এই অভিনেতাকে। নাসিরুদ্দিনের ম্যানেজার সাংবাদিকদের বলেছিলেন, “আপাতভাবে ধারণা নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। চিকিৎসকরা নজরে রাখবেন বলেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ফুসফুসে যে প্যাচ ধরা পড়েছে, তার চিকিৎসার জন্য হাসপাতালে ভক্তি করানো জরুরি ছিল। ওঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”

নাসিরুদ্দিনের বয়স ৭০ বছর। ছিল করোনার আতঙ্ক। তাঁর শারীরিক পরিস্থিতির জন্য উদ্বিগ্ন ছিল অসংখ্য অনুরাগী। তাঁর বাড়ি ফেরার খবরে অবশেষে স্বস্তি মিলেছে তাঁর অগুন্তি ফ্যানের।

আরও পড়ুন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কবীর সুমন, রাজ্য সরকারকে কৃতজ্ঞতা