AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেমন আছেন নাসিরুদ্দিন শাহ? হাসপাতাল থেকে ছাড়া মিলবে কবে

গত বুধবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বর্ষীয়ান এই অভিনেতাকে। নাসিরুদ্দিনের ম্যানেজার সাংবাদিকদের বলেছিলেন, "আপাতভাবে ধারণা নিউমোনিয়ায় আক্রান্ত তিনি।"

কেমন আছেন নাসিরুদ্দিন শাহ? হাসপাতাল থেকে ছাড়া মিলবে কবে
আত্মজীবনীতে বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ লিখেছিলেন, ১৬ বছর বয়সে অভিনেতা হওয়ার আশায় ঘর ছেড়েছিলেন তিনি। চেয়েছিলেন যা, তা পেয়েওছেন।
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 10:06 AM
Share

বুকে সাদা ‘প্যাচ’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা নাসিরুদ্ধন শাহ। কেমন আছেন তিনি? ছাড়াই বা মিলবে কবে? হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি । ছুটি পেতে পারেন আজ অর্থাৎ সোমবারই।

শুধু হাসপাতাল কর্তৃপক্ষই নয়, এক সংবাদমাধ্যমকেও তিনি ফোনে জানিয়েছেন, ভাল আছেন তিনি। বাড়ি ফিরবেন। অন্যদিকে আর এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা হয়েছে তাঁর স্ত্রী রত্না পাঠকের। তিনি জানিয়েছেন ওই সাদা প্যাচ যা নিউমোনিয়া বলে সন্দেহ করেছেন চিকিৎসকরা তা ফুসফুসের একেবারে এক কোনায় হওয়ায় তাতে রিস্ক ফ্যাক্টর কিছুআট হলেও কম। আর সে কারণেই কিছুটা সুস্থ হতেই তাঁর ছুটি মিলতে পারে এ দিনই।

গত বুধবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বর্ষীয়ান এই অভিনেতাকে। নাসিরুদ্দিনের ম্যানেজার সাংবাদিকদের বলেছিলেন, “আপাতভাবে ধারণা নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। চিকিৎসকরা নজরে রাখবেন বলেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ফুসফুসে যে প্যাচ ধরা পড়েছে, তার চিকিৎসার জন্য হাসপাতালে ভক্তি করানো জরুরি ছিল। ওঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”

নাসিরুদ্দিনের বয়স ৭০ বছর। ছিল করোনার আতঙ্ক। তাঁর শারীরিক পরিস্থিতির জন্য উদ্বিগ্ন ছিল অসংখ্য অনুরাগী। অবশেষে স্বস্তি মিলেছে। বাড়ি যাচ্ছেন অভিনেতা।

আরও পড়ুন- Indian Idol 12: গ্র্যান্ড ফিনালের বাকি মাত্র কিছুদিন, প্ল্যান ফাঁস করলেন আদিত্য