Indian Idol 12: গ্র্যান্ড ফিনালের বাকি মাত্র কিছুদিন, প্ল্যান ফাঁস করলেন আদিত্য
ইন্ডিয়ান আইডলের এই সিজনই এখনও পর্যন্ত শো'টির ইতিহাসে সবচেয়ে বেশি দিন পর্যন্ত চলা সিজন। প্রথম থেকেই এই সিজনে বিতর্ক ছিল নিত্যসঙ্গী।
বিগবসের মতো ইন্ডিয়ান আইডলের ১২ তম সিজনও হয়ে উঠেছে উত্তেজনার ওভারডোজ। নিছক গানের রিয়ালিটি শো নয়, তাতে জুড়ে বসেছে বিতর্ক। উঠেছে জোর করে প্রশংসা করার মতো অভিযোগও। অবশেষে সেরার সেরা বেছে নেওয়ার সময় আগত। অর্থাৎ শেষের চার সপ্তাহে এসে হাজির হয়েছে শো’টি। স্পেশ্যাল কী দেখা যাবে এই শেষের কিছু দিনে? প্ল্যান ফাঁস করলেন শো’টির ঘোষক আদিত্য নারায়ণ।
আদিত্য বলেন, “আমরা বড় কিছুর প্ল্যানেই রয়েছি। আমরা খুশি এই মুহূর্তে আমি মুম্বইতেই শুট করছি। হ্যাঁ বিধিনিষেধ রয়েছে ঠিকই। কিন্তু তাও ফাইনালে কিছু একটা ধামাকা করার চেষ্টা করছি আমরা।” শোনা যাচ্ছে, ফাইনালে নাকি দেখা যেতে পারে ওই রিয়ালিটি শো’র পুরনো বিচারকদের। থাকতে পারেন নেহা কক্কর, বিশাল দাদলানিরাও।
View this post on Instagram
ইন্ডিয়ান আইডলের এই সিজনই এখনও পর্যন্ত শো’টির ইতিহাসে সবচেয়ে বেশি দিন পর্যন্ত চলা সিজন। প্রথম থেকেই এই সিজনে বিতর্ক ছিল নিত্যসঙ্গী। কিন্তু এ নিয়ে বিব্রত হতে রাজি নন আদিত্য। তাঁর কথায়, “এই শো’র সাকসেসে আমি, আমাদের প্রযোজনা সংস্থা সবাই ভীষণ খুশি। বিগত বেশ কিছু সময়ে এটিই সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো। নেগেটিভিটিকে পাত্তা না দিয়ে ভাল জিনিসকে নিয়েই ভাবতে চাই আমরা।”
‘জোর করে প্রশংসা করার অভিযোগ’-এ বিদ্ধ এই সিজনে সেরার শিরোপা উঠবে কার মাথায়? তা আর দিন কয়েকের অপেক্ষা।