যৌন সম্পর্কে রাজি না হওয়ায় কুকথা বলেন জনপ্রিয় পরিচালক, প্রকাশ্যে বিস্ফোরক নীনা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 18, 2021 | 4:52 PM

নীনা জানিয়েছেন, সে সময় তিনি স্ট্রাগল করছেন। জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে কথা বললে, কেউ তাঁকে বিশ্বাস করত না। উল্টে তাঁকেই দোষারোপ করা হত।

যৌন সম্পর্কে রাজি না হওয়ায় কুকথা বলেন জনপ্রিয় পরিচালক, প্রকাশ্যে বিস্ফোরক নীনা
নীনা গুপ্তা।

Follow Us

সদ্য মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার আত্মজীবনী ‘সচ কহু তো’। জীবনের নানা সত্যি ঘটনাকে প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির অন্দরের বহু গোপন তথ্যও সামনে এসেছে। নীনা জানিয়েছেন, তিনি সেক্সুয়াল ফেভার দিতে রাজি না হওয়ায় এক পরিচালক সকলের সামনেই একবার অত্যন্ত খারাপ মন্তব্য করেন। এতদিনে সে কথা সকলকে জানালেন নীনা।

যদিও নিজের আত্মজীবনীতে সেই পরিচালকের নাম লেখেননি নীনা। তিনি জানিয়েছেন, সেই পরিচালকের নাম প্রকাশ্যে জানিয়ে, তাঁর ভাল মানুষের মুখোশ খুলে দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু নীনার বন্ধুরা তাঁকে এই কাজ থেকে বিরত করেন। পাশাপাশি এই বইয়ের প্রকাশনা সংস্থাও নাকি নীনাকে পরামর্শ দেন, এত বছর পরে নাম প্রকাশ্যে আনলে সেই পরিচালক আইনত কোনও ব্যবস্থা নিতে পারেন। ওই ঘটনার কোনও প্রমাণ নীনার হাতে না থাকায় তাঁরই সমস্যা হতে পারে। সে কারণে নাম প্রকাশ করেননি নীনা।

নীনা জানিয়েছেন, সে সময় তিনি স্ট্রাগল করছেন। জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে কথা বললে, কেউ তাঁকে বিশ্বাস করত না। উল্টে তাঁকেই দোষারোপ করা হত। এ প্রসঙ্গে অভিনেত্রী সোনালি বেন্দ্রের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় নীনা বলেন, “সকলের সামনে আমাকে ওই পরিচালক বলেছিলেন, জিনিস ব্যবহার না করলে তাতে জং ধরে যায়। কারণ তাঁর সঙ্গে যৌন সম্পর্কে স্থাপনে আমি রাজি হইনি। আমি সরাসরি প্রস্তাব নাকচ করে দিয়েছিলাম। আমি সে সময়ই ওই পরিচালকের বিরুদ্ধে মিডিয়ায় বলতে চেয়েছিলাম। কিন্তু বন্ধুরা বলে, উনি জনপ্রিয়। আমার কথা কেউ শুনবে না। উল্টে বদনাম হবে আমার। বরং যখন সময় আসবে, তখন বলিস।”

আরও পড়ুন, চুরির অভিযোগে গ্রেফতার দুই টেলিভিশন অভিনেত্রী

নীনা আরও জানান, সকলে ভাবে তিনি নিজের শর্তে জীবন বাঁচেন। কিন্তু আসলে তা নয়। অন্য অনেকের মতোই স্বামী, শ্বশুর, শাশুড়ি, সন্তান সহ স্বাভাবিক পরিবার চেয়েছিলেন তিনি। অন্যদের দেখে হয়তো কখনও নিজের হয়নি বলে খারাপও লেগেছে। কিন্তু নিজের ভুল সব সময়ই স্বীকার করতে পেরেছেন নীনা। আর তা থেকেই ফের এগিয়ে যাবার রসদ পেয়েছেন।

আরও পড়ুন, ভিভের সন্তান গর্ভে জেনেও নীনাকে বিয়ে করতে চাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সতীশ কৌশিক