Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিভ সম্পর্কে মাসাবাকে কখনও খারাপ কথা বলিনি: নীনা গুপ্তা

নীনা আরও মনে করেন, বাবা-মায়ের সঙ্গে সন্তানের ভালবাসাই একমাত্র সত্যি। বাকি কোনও সম্পর্কে ভালবাসা হতে পারে বলে বিশ্বাস করেন না তিনি।

ভিভ সম্পর্কে মাসাবাকে কখনও খারাপ কথা বলিনি: নীনা গুপ্তা
নীনা এবং মাসাবা (বাঁদিকে)। ভিভিয়ান রিচার্ডস (ডানদিকে)।
Follow Us:
| Updated on: May 21, 2021 | 8:38 PM

নীনা গুপ্তা (Neena Gupta)। সাহসের আর এক নাম। এমন ভাবেই তাঁকে দেখতে পছন্দ করেন অনুরাগীরা। বলিউডে সফল কেরিয়ার। কিন্তু এক সময় অনেক বেশি আলোচিত ছিল তাঁর ব্যক্তি জীবন। বিয়ে না করেও একমাত্র কন্যা মাসাবা গুপ্তাকে একা হাতে বড় করেছেন। সিঙ্গল মা হিসেবে সব দায়িত্ব পালন করেছেন। আবার মাসাবার বাবার পরিচয় কোনওদিন গোপন করেননি। কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে নিজের প্রেম কখনও লুকিয়ে রাখেননি। আবার বাবা সম্পর্কে মাসাবার মন কখনও বিষিয়ে তোলেননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা বলেন, “আমি ভিভিয়ানকে ভালবাসতাম। যদি আপনি কাউকে ভালবাসেন, তাকে ওভাবে ঘৃণা করা যায় না। হয়তো একসঙ্গে থাকেন না আর। কিন্তু ঘৃণা করা যায় না। সেটা ধীরে ধীরে বোঝা যায়। আর নিজের মেয়েকে তার বাবার সম্পর্কে খারাপ কথাও বলা যায় না। আমি এটা কখনও করিনি। কেন আমি মেয়ের মন বিষিয়ে তুলব? ভিভের প্রতি শ্রদ্ধা রয়েছে আমার। ভিভও আমাকে সম্মান করে। ফলে মাসাবা আমাদের দু’জনেই সম্মান করে। বিষয়টা খুব সহজ।”

নীনা আরও মনে করেন, বাবা-মায়ের সঙ্গে সন্তানের ভালবাসাই একমাত্র সত্যি। বাকি কোনও সম্পর্কে ভালবাসা হতে পারে বলে বিশ্বাস করেন না তিনি। তাঁর মতে, যে কোনও সম্পর্কেই প্রথমে আকর্ষণ থাকে, পরে তা অভ্যেসে পরিণত হয়ে যায়।

৮০-র দশকে ভিভ, নীনার প্রেম, সম্পর্ক নিয়ে উত্তাল ছিল ফিল্ম এবং ক্রিকেট মহল। তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন। একে অপরকে ভালবেসেছিলেন। তাঁদের সন্তান মাসাবা। কিন্তু কখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ভিভ-নীনা। ভিভ পরে বিয়ে করেছিলেন মিরিয়মকে। অন্যদিকে পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহেরাকে বিয়ে করেন নীনা।

আগাগোড়া মেয়েকে নিজের কাছে রেখে বড় করেছেন নীনা। মাসাবা বড় হয়ে পেশা হিসেবে ফ্যাশন ডিজাইনিংকে বেছে নেন। তাঁর নিজস্ব ব্র্যান্ড রয়েছে। মায়ের কাছে বড় হলেও বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে মাসাবার। তাঁর বড় হওয়ার নেপথ্যে মায়ের প্রত্যক্ষ প্রভাব ছিল বটে, তবে বাবার পরোক্ষ প্রভাবের কথা কখনও অস্বীকার করেন না তিনি।

আরও পড়ুন, এক সময় বাড়িভাড়া দেওয়ার সামর্থ্যও ছিল না, কষ্টের দিনের কথা শেয়ার করলেন মনীশ