Ileana D’Cruz: মা হলেন ইলিয়ানা, সন্তানের বাবা আদপে নায়িকার প্রেমিক নয়!
Ileana D'Cruz: সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়ানা ডি'ক্রুজ। গত ১ অগস্ট কোল জুড়ে এসেছে পুত্রসন্তান।

সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়ানা ডি’ক্রুজ। গত ১ অগস্ট কোল জুড়ে এসেছে পুত্রসন্তান। সন্তানের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। এ খবর অনুরাগীদের সঙ্গে পাঁচ দিন পর ভাগ করলেন নায়িকা। এখানেই শেষ নয়, একই সঙ্গে সামনে এল নতুন তথ্য। ইলিয়ানা মা হওয়ার খবর এপ্রিল মাসে জানাতেই সন্তানের বাবা কে তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠেছিল। সন্তান জন্ম দেওয়ার ঠিক আগে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন তিনি। জানা যায়, ওই ব্যক্তির নাম মাইকেল ডোলান। তবে সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি আদপে ইলিয়ানার স্বামী নন। বরং স্বামী। সূত্র বলছে এ বছরেরই ১৩ মে বিয়ে হয়েছে তাঁদের। ইলিয়ানার ইনস্টাগ্রাম লক্ষ্য করলে দেখা যাবে ওই সময়েই বিয়ের সাজে একটি ছবি শেয়ার করেছিলেন। তবে সে সময়েই অনেকেই ভেবেছিলেন, ওই ছবি বুঝি কোনও ফটোশুটের। সাম্প্রতিক তথ্য যে ইঙ্গিত দিচ্ছে তাতে নেটিজেনদের ধারণা ওই ছবি ফিকশন নয়, ঘোর বাস্তব। ইলিয়ানার তরফে জানানো হয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।
ইলিয়ানার জীবনে এসেছেন নানা পুরুষ। ক্যাটরিনা কাইফের দাদা সিবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়। এ ছাড়াও অজি ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। যদিও প্রায় বছর তিনেক আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এবার আবার নতুন জীবন শুরু করেছেন তিনি। শুভেচ্ছা বার্তায় ভাসছে নায়িকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।
View this post on Instagram





