“প্রথম ডেটে নিককে চুমু খাইনি”; অকপট প্রিয়াঙ্কা 

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 18, 2021 | 3:24 PM

অনেকের মতোই নিক ও প্রিয়াঙ্কার আলাপও সোশ্যাল মিডিয়ায়। ২০১৬ সালের ঘটনা। প্রিয়াঙ্কার টুইটারে প্রবেশ করেছিলেন নিক। তিনিই বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন প্রিয়াঙ্কার দিকে।

প্রথম ডেটে নিককে চুমু খাইনি; অকপট প্রিয়াঙ্কা 
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

Follow Us

৩৯ বছর বয়সে পা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। রবিবার, ১৮ জুলাই পিগি চপসের জন্মদিন। বলিউডে নিজের জায়গা পাকা করে হলিউডেও উল্লেখজনক কাজ করেছেন তিনি।  তাঁর হলিউড ডেবিউ ‘কোয়ান্টিকো’। পরবর্তীকালে অ্যামেরিকান পপ-স্টার নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা।

নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বয়সের তফাৎ অনেকটাই। অনেকেই জানেন, প্রিয়াঙ্কা নিকের চেয়ে প্রায় ১০ বছরের বড়। কিন্তু তাতে কী! বয়েসের ব্যবধান কোনও বাধা হয়নি এই তারকা কাপলের কাছে। দীর্ঘদিনের প্রেম পর্বের পর নিকের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার।

অনেকের মতোই নিক ও প্রিয়াঙ্কার আলাপ সোশ্যাল মিডিয়ায়। ২০১৬ সালের ঘটনা। প্রিয়াঙ্কার টুইটারে প্রবেশ করেছিলেন নিক। তিনিই বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন প্রিয়াঙ্কার দিকে। তারপর প্রিয়াঙ্কা নিককে তাঁর ফোন নম্বর দেন। ২০১৭ সালে অক্সারের ফ্যানিটি ফেয়ার পার্টিতে প্রথম সামনাসামনি দেখা হয় দু’জনকে। প্রিয়াঙ্কার সামনে হাঁটু গেড়ে বসে নিক বলেছিলেন, “তুমি সত্যি! এতগুলো বছর কোথায় ছিলে?”

এর পর ওই একই বছর মেট গালায় একসঙ্গে প্রবেশ করতে দেখা যায় নিক-প্রিয়াঙ্কাকে। গুঞ্জনও শোনা যায় তাঁদের সম্পর্ক নিয়ে। কিন্তু শুরুর দিকে নিজেদের বন্ধু হিসেবেই পরিচয় দিতেন দু’জনে। মেট গালার অনুষ্ঠান কেটে যাওয়ার এক সপ্তাহ পর প্রথম ডেটে যান তাঁরা। প্রিয়াঙ্কা তাঁর অ্যাপার্টমেন্টেও নিয়ে যান নিককে। সেখানে প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, প্রথম ডেটে নিককে চুমু খাননি প্রিয়াঙ্কা।

২০১৮ সালে প্রিয়াঙ্কার সঙ্গে নিকের সম্পর্কের গুঞ্জনের সমাপ্তি ঘটে। তাঁদের একসঙ্গে দেখা যায় বহু জায়গায়। সেই বছর জুন মাসে তাঁদের বাগদান পর্ব হয়। ২০১৮ সালের ২ ডিসেম্বর বিয়ে করেন নিক-প্রিয়াঙ্কা। হিন্দু ও খ্রিষ্টান দুই মতেই বিয়ে হয় তাঁদের। পোষ্য ডায়ানা, গিনো ও পান্ডাকে নিয়ে নিক-প্রিয়াঙ্কা এখন থাকেন লস-অ্যাঞ্জেলেসে। বর্তমানে লন্ডনে ‘সিটাডেল’ ছবির শুটিং করছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুনদেখুন গ্যালারি: বলিউডে বাইরে থেকে এসেও রাজ করছেন যাঁরা

Next Article