AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janhvi Kapoor: জিরাফ পাখি? জাহ্নবীর কথায় ভিরমি খেলেন পরিচালক

Viral News: জাহ্নবী কাপুরকে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত বর্তমান। তবে ফলাফল যে সর্বদা জাহ্নবী কাপুরকে অনুপ্রাণিত করে তা নয়। 

Janhvi Kapoor: জিরাফ পাখি? জাহ্নবীর কথায় ভিরমি খেলেন পরিচালক
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 5:11 PM
Share

করণ জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। একে করণের ছবিতে ডেবিউ, তার ওপর শ্রীদেবী কন্যা, সব মিলিয়ে এই সেলেবের যে ভাগ্যে চাকা ঘুরবেই তা কম বেশি সকলেই অনুমান করে নিয়েছিলেন। অবশেষে সেই ছবি মুক্তি পাওয়ার পর খুব একটা ভাল ফল করতে পারে না। তবে থেকেই জাহ্নবী কাপুরের লড়াই বর্তমান। একের পর এক ছবির প্রস্তাব হাতে এলেও কোনও মতেই তিনি নিজের জায়গা পাকা করে নিতে পারছেন না বিটাউনে। কোনওভাবেই বক্স অফিস হিটের তালিকাতে নাম উঠছে না তাঁর। যার ফলে জাহ্নবী কাপুরকে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত বর্তমান। তবে ফলাফল যে সর্বদা জাহ্নবী কাপুরকে অনুপ্রাণিত করে তা নয়।

একটি সাক্ষাৎকারে, জাহ্নবী কাপুর বলিউড বাবলকে জানান, “বর্তমানে আপনি রেজাল্টের উপর ভিত্তি করে নিজের মূল্যায়ন করতে পারবেন না… বর্তমানে এমন অনেককিছু আছে যা খুব খারাপ ছবি বা কাজকেও এমনভাবে ব্যখ্যা করবে, তা মনে হবে দারুণ কাজের সমান।” তিনি আরও বলেন, “ফলাফল থেকে আত্মবিশ্বাস পাই না আমি। অভিজ্ঞতা সঞ্চয় করাটাই মূল, অভিজ্ঞতা শেখা, আমার আত্মবিশ্বাস জোগায়। ”

তবে বিতর্ক বা ট্রোলিং যেন তাঁর পিছু ছাড়ে না। কখনও বিস্ফোরক মন্তব্য, কখনও আবার বেফাঁস কথা বলে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয় জাহ্নবীর এক মন্তব্য। কী জানিয়েছিলেন তিনি? ফারহা খান সঞ্চালিত একটি শোয়ে প্রশ্ন করা হয় কোন পাখি ৩৬০ ডিগ্রি মাথা ঘোরাতে পারে? উত্তরে জাহ্নবী জানিয়েছিলেন জিরাফ…। যা শোনা মাত্রই রীতিমত অবাক হয়েছিলেন পরিচালক ফারহা খান। উত্তর তাঁর না জানা থাকতেই পারে। তাই বলে পশু-পাখি গুলিয়ে ফেলবেন?