‘ওহ মাই গড-২’তে নতুন মুখ, পরেশ রাওয়ালের পরিবর্তে আসছেন পঙ্কজ ত্রিপাঠি, বাদ যাননি অক্ষয়

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 04, 2021 | 11:13 PM

বহুদিন ধরে পঙ্কজ কেন্দ্রিক জল্পনা ছিল কিন্তু শেষমেশ সবই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা চলছে।  দু’মাসের মধ্যে শেষ হয়ে যাবে শুটিং।

‘ওহ মাই গড-২’তে নতুন মুখ, পরেশ রাওয়ালের পরিবর্তে আসছেন পঙ্কজ ত্রিপাঠি, বাদ যাননি অক্ষয়
অক্ষয়-পঙ্কজ।

Follow Us

জানুয়ারি মাসে এ খবর প্রকাশিত হয়। অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড’-এর সিক্যুয়েল আসতে চলেছে। এও শোনা যাচ্ছিল, নির্মাতারা চেষ্টা চালাচ্ছেন চলতি বছর গ্রীষ্মে শুরু হবে শুটিং। কিন্তু কোভিডের কোপে পড়ে গোটা বলিউড ইন্ডাস্ট্রি। করোনার দ্বিতীয় ঢেউ এবং তারপর এপ্রিল মাসে লকডাউনের জেরে সব শুটিং বন্ধ হয়ে যায়। গোটা টিম একের পর এক মিটিং এবং স্ট্র্যাটিজি প্ল্যানের মাধ্যমে ছবিটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যায়। আপাতত ফিল্ম সংক্রান্ত গোটাটাই নিশ্চিত হয়ে গিয়েছে এবং বিষয়গুলো বেশ তাড়াতাড়ি এগচ্ছে।

প্রথম ছবি অর্থাৎ ‘ওহ মাই গড’ ছবিটির পরিচালনায় ছিলেন উমেশ শুক্লা। অভিনয়ে অক্ষয়ের পাশাপাশি ছিলেন পরেশ রাওয়াল। তবে সূত্রের খবর অনুযায়ী, ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়ে গিয়েছেন পরেশ। তাঁর পরিবর্তে ‘ওহ মাই গড-২’তে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি।

 

আরও পড়ুন ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করা বারণ! ক্যাটরিনার সতর্কবার্তা ভিকিকে

 

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে সিক্যুয়েলে থাকছেন মিস্টার খিলাড়ি। পঙ্কজের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অক্ষয়।

বহুদিন ধরে পঙ্কজ কেন্দ্রিক জল্পনা ছিল কিন্তু শেষমেশ সবই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা চলছে।  দু’মাসের মধ্যে শেষ হয়ে যাবে শুটিং।

“প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে, গোটা টিম শুটিংয়ের সম্ভাব্য স্থানগুলি খোঁজ করছে, সেট ডিজাইন এবং গোটাটাই করছে একেবারে কোভিড নিয়ম মেনে। অক্টোবরের মাসের মধ্যেই ছবিটির সব কাজ শেষ করা হবে,” সূত্রের খবর। এটি পঙ্কজ ত্রিপাঠি এবং অক্ষয় কুমারের দ্বিতীয় ছবি হতে চলেছে। সম্প্রতি সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত এবং ফারহাদ সামজি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই অভিনেতা। তাঁদের কেমিস্ট্রি সাড়া ফেলতে চলেছে ছবিতে।

 

Next Article