লন্ডনে করোনা টিকা নিয়ে অসুস্থ পরিণীতি চোপড়া

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 15, 2021 | 5:01 PM

কাউচে অসুস্থ, চোখ বন্ধ অবস্থায় শুয়ে পরিণীতি। পাশে প্রিয়াঙ্কার পোষ্য ডায়ানা। ক্যাপশনে লিখেছেন, "ভ্যাকসিন নিলাম। ছবি তুলেছি। তারপর বাস্তবের সম্মুখীন হলাম।"

লন্ডনে করোনা টিকা নিয়ে অসুস্থ পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া (সৌ: ইনস্টাগ্রাম)

Follow Us

লন্ডনে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। রয়েছেন তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের বাড়িতেই। ইংরেজদের দেশে করোনার ভ্যাকসিন নিলেন পরিণীতি। তাঁকে দেওয়া হয় ফাইজার টিকা। আর পাঁচজনের মতো টিকা নেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিণীতি। কিন্তু তাঁকে কাহিল করেছে টিকাকরণ।

করোনা টিকা নেওয়ার পর দিদি প্রিয়াঙ্কার সঙ্গে ভাল সময় কাটাচ্ছেন বোন পরিণীতি। ভ্যাকসিন নিয়ে তিনটে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। প্রথম দুটি ছবি টিকা নেওয়া হাতের। পরিণীতির মুখে লেগে আছে হাসি। সুপার উওম্যান পোজ দিয়েছেন। আর তৃতীয় ছবিটিতেই টিকাকরণের বাস্তব রূপ স্পষ্ট। কাউচে অসুস্থ, চোখ বন্ধ অবস্থায় শুয়ে পরিণীতি। পাশে প্রিয়াঙ্কার পোষ্য ডায়ানা। ক্যাপশনে লিখেছেন, “ভ্যাকসিন নিলাম। ছবি তুলেছি। তারপর বাস্তবের সম্মুখীন হলাম।”

করোনার ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। সেই তালিকায় বাদ নন সেলেবরাও। পরিণীতি চোপড়াও কাবু হলেন এবার। ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। টার্কি ও অস্ট্রিয়াতে আগেই গিয়েছিলেন। বেড়ানোর ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তাঁর গন্তব্য লন্ডনে দিদির বাড়ি।

আরও পড়ুন: রিয়্যালিটি শো-এর হোস্ট কঙ্গনা রানাওয়াত, ডেবিউ করছেন ওটিটি প্ল্যাটফর্মে

Next Article