Dilip Kumar death LIVE Updates: ‘সিনেম্যাটিক কিংবদন্তী’ দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন মোদী-মমতার

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 07, 2021 | 10:46 AM

'দিলীপ কুমারজী ছিলেন একজন অসামান্য অভিনেতা, একজন সত্যিকারের শিল্পী, যিনি ভারতীয় চলচ্চিত্র জগতে অবিস্মরণীয় অবদানের জন্য প্রত্যেকেই তাঁকে সম্মান জানিয়েছেন।'

Dilip Kumar death LIVE Updates: সিনেম্যাটিক কিংবদন্তী দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন মোদী-মমতার
প্রয়াত দিলীপ কুমার

Follow Us

ভারতীয় চলচ্চিত্র জগতে একটি যুগের অবসান ঘটল। বুধবার সকাল সাড়ে সাতটায়, মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘদিন ধরেই বার্ধ্যকজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বেশ কয়েকবার হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম সেরা অভিনেতার জীবনাবসানে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিভিন্ন ক্ষেত্রে। এদিন কিংবদন্তী অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশিষ্ট অভিনেতাকে নিয়ে তিনি ট্যুইট করেছেন এদিন।

প্রধানমন্ত্রীর ট্যুইটে লিখেছেন, ‘সিনেমাজগতে কিংবদন্তী হিসেবেই দিলীপ কুমারজীকে স্মরণ করা হবে। অতুলনীয় উজ্জ্বলতায় আর্শীবাদ পেয়েছিলেনি, যার কারণে তিনি প্রজন্মের পর প্রজন্ম জুড়ে তাঁর কৃতিত্বের জন্য শ্রদ্ধা পেয়ে গিয়েছেন। তাঁর মৃত্যু আমাদের সাংস্কৃতিক জগতের একটি বিরাট ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। RIP’

কিংবদন্তী অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ট্যুইটে তিনি লিখেছেন, ‘দিলীপ কুমারজী ছিলেন একজন অসামান্য অভিনেতা, একজন সত্যিকারের শিল্পী, ভারতীয় চলচ্চিত্র জগতে  অবিস্মরণীয় অবদানের জন্য প্রত্যেকেই তাঁকে সম্মান জানিয়েছেন। গঙ্গা যমুনার মতো সিনেমায় তাঁর অভিনয় লক্ষ লক্ষ সিনেমাপ্রেমীর মন ছুঁয়ে গিয়েছে। আমি কিংবদন্তী অভিনেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’

আরও পড়ুন: Dilip Kumar: প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা দিলীপ কুমার

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড-সহ দেশের বিভিন্ন ক্ষেত্র। এদিন অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভারতীয় সিনেমায় সর্বকালের অভিনেতাকে শেষশ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

উল্লেখ্য শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল অভিনেতার। দীর্ঘদিন ধরেই বার্ধ্যকজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে জল জমেছিল। দেখা দিয়েছিল কিডনির সমস্যাও। গত ৬ জুন শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে।

জানা যায়, সেই সময়ও অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল অভিনেতাকে। ৩০ জুন দ্বিতীয়বার হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে।

Next Article