ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন করিনা! অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

যদিও এ প্রসঙ্গে শিবাজী নগরের স্টেশন ইন চার্জ সতীনাথ থম্বরে সংবাদ মাধ্যমকে বলেন, "আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে। কিন্তু যেহেতু ঘটনাটি বিদে ঘটেনি তাই এই মুহূর্তে মামলা দায়ের সম্ভব নয়। আমি ওঁদের বলেছি মুম্বইয়ে গিয়ে অভিযোগ জানাতে।"

ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন করিনা! অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের
করিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 9:22 AM

নয়া বিপাকে অভিনেত্রী করিনা কাপুর। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হল আলফা ওমেগা মহাসঙ্ঘ নামক এক খ্রিস্টধর্মাবলম্বী সংগঠন। সম্প্রতি নিজের মা হওয়ার জার্নি নিয়ে একটি বই প্রকাশ করেছেন করিনা। নাম Pregnancy Bible… বাইবেল খ্রিস্টধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ। আর এখানেই আপত্তি জানিয়েছে ওই সংগঠন।

মহারাষ্ট্রের বিদের শিবাজী নগর থানায় লিখিত অভিযোগ জানিয়ে সংগঠনটির প্রধান আশিষ সিন্দে অভিযোগ করেন, বইয়ের নাম বাইবেল দিয়ে আদপে খ্রিস্টধর্মকেই অপমান করেছেন করিনা। ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে ভারতীয় দন্ডবিধির ২৯৫-এ ধারা অনুযায়ী করিনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন আশিষ। তবে পুলিশ সূত্রে খবর, এফআইআর দায়ের করা হয়নি।

যদিও এ প্রসঙ্গে শিবাজী নগরের স্টেশন ইন চার্জ সতীনাথ থম্বরে সংবাদ মাধ্যমকে বলেন, “আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে। কিন্তু যেহেতু ঘটনাটি বিদে ঘটেনি তাই এই মুহূর্তে মামলা দায়ের সম্ভব নয়। আমি ওঁদের বলেছি মুম্বইয়ে গিয়ে অভিযোগ জানাতে।”

অন্যদিকে মুক্তির পর থেকেই করিনার ওই বই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শোনা যাচ্ছে ওই বইয়ে নাকি দ্বিতীয় সন্তান জেহ’র ছবিও প্রথম বার প্রকাশ্যে এনেছেন করিনা। বইটির কথা আগেই তিনি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। বলেছিলেন, ‘যাঁরা মা হতে চলেছেন, তাঁদের জন্য আসছে আমার বই করিনা কপূর খানস্ প্রেগন্যান্সি বাইবেল। মর্নিং সিকনেস হোক, ডায়েট বা ফিটনেস- মাতৃত্বের সময় কেমন অনুভূতি হয়, কী কী ইচ্ছে করে, সবকিছু নিয়ে কথা বলেছি আমি। আপনারা কবে পড়বেন, সেই অপেক্ষায় রয়েছি।’

আরও পড়ুন-জীবন-যুদ্ধে একটা হাত লাগে, তিয়াসাকে সেই হাতটা বাড়িয়েছিলাম আমিই: সুবান রায়