বিয়ে। সেটাই কি একটি মেয়ের জীবনে সব? সেটাই কি মেয়েটির ভাল থাকার মাপকাঠি? তা তো নয়। কিন্তু সমাজ এখনও যেন সে ভাবেই দেখতে অভ্যস্ত। এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী তথা পরিচালক পূজা ভাট। সে কারণেই বিবাহ বিচ্ছেদের পর নাকি তাঁকে ফের বিয়ের জন্য চাপ দিতে থাকেন পরিবারের সদস্যরাই।
সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে পূজা বলেন, “আমরা মেয়েরা পৃথিবীতে অন্য কী জয় করলাম, তাতে কিছু যায় আসে না। বাড়িতে এসে শুনতে হয়, ঠিক আছে, তুমি নোবেল প্রাইজ জিতেছো, কিন্তু খাবারে আজ কী আছে? তুমি কি মা? তুমি কি বিবাহিতা? কেন তুমি আবার বিয়ে করছ না? আমি সকলকে বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি, একা তো আনন্দেই আছি। আমার জীবন তো অসম্পূর্ণ নয়। আমি যেমন জীবন বেছে নিয়েছি, তেমনই পেয়েছি।
২০০৩-এ ভিজে মনীশ মাখিজাকে বিয়ে করেন পূজা। ২০১৪-এ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। কিছুদিন আগেই ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ ‘বম্বে বেগমস্’-এ অভিনয় করে কামব্যাক করেন পূজা। তাঁর অভিনয় বিভিন্ন মহলে প্রশংসিত। পরের কাজের বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি তিনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর পেরিয়ে এসে তাঁর উপলব্ধি, কাজের নিরিখে প্রশংসা করলেও ব্যক্তি জীবন নিয়ে সকলের কৌতূহল রয়েছে। আর সেখানে তিনি কেন ফের বিয়ে করছেন না, এ প্রশ্নের জবাব দিতে হয় অহরহ। তিনি যে ভাল আছেন, এটা বাকিরা বুঝতে চান না।
আরও পড়ুন, লিয়েন্ডার-কিম ‘হটেস্ট কাপল’ হতে পারেন, বললেন কিমের প্রাক্তন হর্ষবর্ধন