প্রভাস-অমিতাভ-দীপিকার ছবির ডাবিং ইংরেজিতে, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী রিলিজ

হলিউডের ফিল্ম যদি হিন্দি, তামিল এবং তেলগু ভাষায় ডাব হতে পারে, তবে আমরা কেন পারি না?

প্রভাস-অমিতাভ-দীপিকার ছবির ডাবিং ইংরেজিতে, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী রিলিজ
প্রভাস-অমিতাভ-দীপিকা।
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 12:22 PM

বিনোদন জগতের ‘হটেস্ট প্রপার্টি’ তিনি। ‘বাহুবলী’ অভিনেতা প্রভাস। তাঁর তালিকায় রয়েছে ‘আদিপুরুষ’, ‘রাধে শ্যাম’, ‘সালার’ এবং নাগ অশ্বিনের পরবর্তী ছবি। অশ্বিন পরিচালিত ফিল্ম (যার নাম এখনও ঠিক হয়নি) শুধু প্যান-ইন্ডিয়ায় রিলিজ নয়। বিশ্বব্যাপী মুক্তি পাবে ইংরেজিতে ডাব হওয়া এই ফিল্ম। প্রভাস, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ফিল্ম দেশের প্রথম প্যান-ওয়ার্ল্ড ফিল্ম হতে চলেছে।

আরও পড়ুন কবে ফ্লোরে যাবে আমির খান অভিনীত ‘মগুল’? জানালেন প্রযোজক ভূষণ কুমার

সূত্রের খবর, “নাগ অশ্বিন ও তাঁর সায়েন্স-ফিকশন ফিল্মের গোটা টিম শুধুমাত্র পাঁচটি ভারতীয় ভাষা তথা তেলগু, হিন্দি, তামিল, মালয়ালম এবং কন্নড়-ই নয়, বরং ইংরেজিতেও রিলিজের পরিকল্পনা রয়েছে। কারণ এই ফিল্ম যেন আন্তর্জাতিক দর্শকের কাছে পোঁছতে পারে। হলিউডের ফিল্ম যদি হিন্দি, তামিল এবং তেলগু ভাষায় ডাব হতে পারে, তবে আমরা কেন পারি না? এই প্রচেষ্টা একেবারে নতুন এবং অনন্য। একাধিক স্তরে, এ বিষয় নিয়ে আলোচনা চলছে এবং সব ঠিকঠাক চললে ইংরাজি ভাষাতেও মুক্তি পাবে ছবি।”

View this post on Instagram

A post shared by Prabhas (@actorprabhas)

সেলুলয়েডের পর্দায় দীপিক-প্রভাসের কেমিস্ট্রি ছাড়াও এই প্রথম অমিতাভ-প্রভাসকে একসঙ্গে দেখার জন্য উচ্ছ্বসিত দর্শক। ফিল্মে অমিতাভ থাকছেন, এ ঘোষণা হওয়ার আগে পরিচালক নাগ আশ্বিন বলেছিলেন, “নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করি কারণ বচ্চন স্যর পছন্দের বহু ছবিগুলোর মধ্যে থেকে আমাদের ফিল্মটি তিনি বেছে নিয়েছেন। এটি একটি পূর্ণ দৈর্ঘ্যের চরিত্র, আমরা বিশ্বাস করি যে তিনি যে বড় মাপের অভিনেতা, এমন এক কিংবদন্তির সঙ্গে জাস্টিস করতে পারব।