শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ ছবিটির কথা মনে আছে? আরিয়ান খান্নার ‘জাবড়া ফ্যান’ ছিলেন গৌরব চন্দ। সেই ফ্যানই ভাগ্যের পরিহাসে হয়ে উঠেছিল সুপারস্টারের চরম শত্রু। তবে এক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ আলাদা। ‘রাধেশ্যাম’ দেখে এসে সুপারস্টার প্রভাসের এক হতাশ ভক্ত যা করলেন তা বোধহয় কল্পনারও অতীত।
বলিউডের সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে কুর্নুল জেলার রবি তেজা নামক বছর ২৪-এর এক তরুণ, প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত রাধেশ্যাম দেখতে গিয়েছিলেন প্রেক্ষাগৃহে। পরিবার সূত্রে খবর প্রিয় নায়কের ওই ছবি তাঁর মনোমত হয়নি। বাড়ি ফিরে মাকে সে কথা জানানও রবি। রাধেশ্যামের নেগেটিভ রিভিউ পড়েও বিগত বেশ কিছু দিন ধরে মানসিক ভাবে ক্রমশ ভেঙে পড়েছিলেন ওই তরুণ। এর পরেই সিনেমা দেখে এসে ঘরের দরজা বন্ধ করে দেন রবি… বেশ কিছুক্ষণ সাড়া শব্দ না পাওয়ার পর দরজা ভেঙে পরিবারের সদস্যরা ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রভাসের অন্ধ ভক্তকে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন তিনি। ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। ভেঙে পড়েছেন রবির পরিবারের সদস্যরা। প্রিয় নায়কের জন্য যে ঘরের ছেলে এত বড় পদক্ষেপ নিতে পারেন তা তাঁদের কল্পনারও বাইরে ছিল। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত প্রভাস কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, প্রায় তিন বছর অপেক্ষার পর রাধেশ্যাম প্রেক্ষাগৃহে মুক্তি পায়। হাই বাজেট ছবি। বানাতে খরচ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। কিন্তু সাফল্যের নিরিখে ছবিটি এ যাবৎ সংগ্রহ করেছে মোটে ১০১ কোটি টাকা। দর্শকমহলেও মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। প্রভাস ও পূজা ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে সচিন খেড়েকর, কুনাল রায় কাপুর, মুরলি শর্মা, ভাগ্যশ্রীসহ অন্যান্য অভিনেতাদের। বক্সঅফিসে টানাপড়েন চলতেই থাকে, কিন্তু তাই বলে এত বড় পদক্ষেপ! টুইটার জুড়েও শোকের ছায়া প্রভাস ভক্তদের মধ্যে।
আরও পড়ুন: Neena Gupta: বক্ষ-বিভাজিকা দেখিয়ে ছবি পোস্ট নীনার, ট্রোলারদের একহাত নিলেন অভিনেত্রী