প্রশান্ত কিশোরকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি করবেন শাহরুখ?
সূত্রের খবর, শুক্রবার বিকেলে শাহরুখের মুম্বইয়ের বাংলো মন্নতে প্রশান্ত যান। সেখানেই বলিউড বাদশার সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তবে তাঁকে নিয়ে ওয়েব সিরিজ তৈরির বিষয়ে এখনও পর্যন্ত নাকি সম্মতি দেননি প্রশান্ত।
২০২১-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বসার নেপথ্যে যে ব্যক্তির নাম বারবার উঠে এসেছে তিনি প্রশান্ত কিশোর। পেশায় পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। তাঁর বিশ্লেষণী ক্ষমতা, পরামর্শ এবং রণকৌশলের জেরেই তৃণমূলের এই জয়লাভ, এ কথা প্রকাশ্যেই স্বীকার করেন বহু নেতা-মন্ত্রী। সেই প্রশান্তকেই নিয়েই নাকি এ বার ওয়েব সিরিজ তৈরি করতে চায় শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ। সে বিষয়ে কথা বলতেই শুক্রবার শাহরুখের সঙ্গে নাকি দেখাও করেছেন প্রশান্ত।
সূত্রের খবর, শুক্রবার বিকেলে শাহরুখের মুম্বইয়ের বাংলো মন্নতে প্রশান্ত যান। সেখানেই বলিউড বাদশার সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তবে তাঁকে নিয়ে ওয়েব সিরিজ তৈরির বিষয়ে এখনও পর্যন্ত নাকি সম্মতি দেননি প্রশান্ত।
এ দিনই দুপুরে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন প্রশান্ত। তাঁদের মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাও হয়। যদিও কী কথা হল, তা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।
কলকাতা তথা পশ্চিমবঙ্গের সঙ্গে শাহরুখের সম্পর্ক বরাবরই অন্যরকম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে স্নেহ করেন। পশ্চিমবঙ্গের নির্বাচনের নেপথ্য সেনাপতিকে নিয়ে কাজ করার আগ্রহ শাহরুখের থাকাটা অস্বাভাবিক নয়। তবে আদৌ প্রশান্ত এই প্রস্তাবে রাজি হবেন কি না, আপাতত সেটাই দেখার।
আরও পড়ুন, মা হওয়ার পর অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অনিতা