Priyanka Chopra: দিওয়ালি পার্টিতে পাঞ্জাবি গানে প্রিয়াঙ্কার ঠুমকা, ভাইরাল ভিডিয়ো
ইউটিউবার লিলি সিংয়ের দিওয়ালি পার্টিতে এমনই এক বিশেষ মুহূর্তে ধরা দিলেন প্রিয়াঙ্কা। পাঞ্জাবী গানের তালে পা মেলাতে দেখা গেল তাঁকে

দেশি ঠুমকা হোক কিংবা ওয়েস্টার্ন ডান্স যে কোনও ফর্মেই প্রিয়াঙ্কা চোপড়ার জুরি মেলা ভার। মুহূর্তে বাঁচেন তিনি। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভালবাসেন নায়িকা। এই কথা একাধিকবার শোনা গেলেও। আবারও তার প্রমাণ মিলল। লস অ্যাঞ্জেলসে দেশি স্টাইলে ধরা দিলেন নায়িকা। ইউটিউবার লিলি সিংয়ের দিওয়ালি পার্টিতে এমনই এক বিশেষ মুহূর্তে ধরা দিলেন প্রিয়াঙ্কা। পাঞ্জাবী গানের তালে পা মেলাতে দেখা গেল এককালীন বিশ্বসুন্দরীকে। বাকিদের দেখা গেল ভাঙড়ার স্টেপে। পার্টিতে ‘মুন্ডিয়া তো বাচকে রাহি’ গানে নেচে ঝড় তুললেন নায়িকা। সেই ভিডিয়ো সামনে আসতে না আসতেই তা ভাইরাল।
ভিডিয়ো দেখা বোঝাই যাচ্ছে বন্ধুদের সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। প্রসঙ্গত, দিওয়ালি পার্টির অনেকগুলি ছবি পোস্ট করেন লিলি। ছবি পোস্ট করে তিনি লেখেন, “শেষ রাতটা ছিল অনেকটা সিনেমার মতো। আলো,ভালবাসায় পরিপূর্ণ আমার দেশি গ্যাংয়ের সঙ্গে অনেকদিন পর। আমি সম্মানিত সকলের সঙ্গ পেয়ে। এমন গেট-টুগেদার আমাদের প্রতি বছর হওয়া উচিত।”
View this post on Instagram
তার আগে প্রিয়াঙ্কার সঙ্গে লিলিকে পোজ় দিতে দেখা গিয়েছে ছবিতে। দিওয়ালি পার্টিতে শেরওয়ানি স্টাইল জ্যাকেট আর প্যান্টে দেখা গিয়েছে লিলিকে। অন্যদিকে প্রিয়াঙ্কার পরনে ছিল সব্যসাচীর তৈরি ফিউশন ড্রেস।
প্রসঙ্গত, দীপাবলি উপলক্ষে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ঘটা করে মহালক্ষ্মী পুজোর আয়োজন করেছেন প্রিয়াঙ্কা। ধুমধাম করে লক্ষ্মী-গণেশের পুজো করেন তারকা দম্পতি। গোটা বিষয়টিতে প্রথম নজর করেছে নিক-প্রিয়াঙ্কার সাজ। বাংলার বিখ্যাত ঢাকাই শাড়ি পরেছেন পিগি চপস। হলুদ ঢাকাইয়ের সঙ্গে ছিমছাম সেজেছেন বিশ্ব সুন্দরী। অন্যদিকে নিকের পোশাক সাদা পাঞ্জাবী, সঙ্গে লাল সুতোর কাজ। ভক্তিভরে প্রথা মেনে রুপোর তৈরি লক্ষ্মী-গণেশের পুজো করেন তাঁরা।
এখানেই শেষ নয়। দীপাবলির দিন ইন্সটাগ্রামে লেগেঙ্গা লুকের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে তিনি সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘শুভ দীপাবলির আগের দিন… প্রত্যেকের জন্য ভালবাসা, আলো ও আনন্দ। ভালবাসা ও শ্রদ্ধার সঙ্গে এবছর দীপাবলির উত্সব শুরু করছি…।’ দীপাবলি স্পেশ্যাল পোশাকে প্রিয়াঙ্কার এই লুকে মুগ্ধ হয়েছেন অনেকেই। প্রিয়াঙ্কার সৌন্দর্যে মুগ্ধ নেটিজ়েনরাও। অনেকে ওই পোস্টে কমেন্ট করেছেন, ‘সুন্দর। আপনার হাসিকে বড্ড ভালোবাসি। ‘একজন ভক্ত আবার লিখেছেন, ‘অসাধারণ! শুভ দিওয়ালি পিসি।’ কর্মসূত্রে ‘সিটাডেল’-এর শ্যুটিংয়ের জন্য লন্ডনে থাকতে হচ্ছে প্রিয়াঙ্কাকে। মাত্র কয়েকদিন আগেই পরিবারের সঙ্গে সময় কাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। উপলক্ষ্য দীপাবলি পালন।
আরও পড়ুন:Pooja Hegde: বিয়েবাড়িতে পূজা হেগড়ের এই ৬ লুকে করুন বাজিমাত, চমকে দিন প্রিয়জনকে
