দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও ডেবিউ করেছে। অভিনয়ের পাশাপাশি চর্চা তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়েও জোর চর্চা। দেখে নিন পূজার ৬ অন্যরকম এথনিক লুক যা আপনিও বিয়ে বাড়িতে পরে তাল লাগিয়ে দিতে পারেন যে কাউকে।
1 / 7
সাদা রঙের চিকনকারি লেহেঙ্গায় পূজা।
2 / 7
এই ধরনের শাড়ি এখন ফ্যাশনে ভীষণ ইন। পরতে পারেন এই কুচি দেওয়া শাড়িও।
3 / 7
সাদার উপর কাজ করার লেহেঙ্গায় তাক লাগান।
4 / 7
পরতে পারেন রূপালি রঙের শাড়িও।
5 / 7
ঝুমকো কানের সঙ্গে বেছে নিতে পারেন বেগুনি রঙের কুর্তা সেট।