দুজন দুটো আলাদা সমাজে বড় হয়েছেন। আলাদা ধর্মীয় বিশ্বাস নিয়ে পথ চলা তাঁদের। তাও একসঙ্গে থাকতে কোনও সমস্যা নেই। বিয়ের পর এ নিয়ে কোনও মতবিরোধ হয়নি দম্পতির। তাঁরা অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। দুটো আলাদা সংস্কৃতির মানুষ প্রিয়াঙ্কা-নিক। কিন্তু দুজনেই নাকি ঈশ্বর বিশ্বাসী। সদ্য এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, জীবনে বড় কোনো ঘটনা ঘটার আগে, বড় কোনো মুহূর্ত আসার আগে নিক নাকি প্রিয়াঙ্কাকে পুজো দেওয়ার কথা বলেন।
প্রিয়াঙ্কার কথায়, “এটা ঠিক যে ভিন্ন ধর্মীয় বিশ্বাস নিয়ে আমরা বড় হয়েছি। তবে স্পিরিচুয়ালি আমাদের ভাবনাচিন্তার মিল রয়েছে। আমাদের সম্পর্কের ভিত সেই বিশ্বাস। ধর্ম আসলে একটা ম্যাপ, যা শেষ পর্যন্ত একই গন্তব্যে পৌঁছে দেয়। আর তা হল ঈশ্বর।” বছরভর বাড়িতে নাকি বিভিন্ন ধরনের পুজো করতে থাকেন প্রিয়াঙ্কা। তিনি শেয়ার করেন, “জীবনে বড় কোনও পদক্ষেপ নেওয়ার আগে আমি পুজোপাঠ করি। এখন নিকও বড় কোনও সিদ্ধান্তের আগে আমাকে বাড়িতে পুজো দেওয়ার কথা বলে। আমাদের বড় হওয়ার পথ আলাদা হলেও বিশ্বাসের জায়গাটা একই রয়েছে।”
জীবনের প্রত্যেকটি সম্পর্কের বিষয়ই যত্নবান প্রাক্তন বিশ্ব সুন্দরী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পরিবারের প্রতি তাঁর বিশেষ খেয়াল বারবারই উঠে এসেছে জনসমক্ষে। অ্যামেরিকান গায়ক তথা স্বামী নিক জনাসের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বরাবরই সুন্দর। নানারকম ছবি ও ভিডিয়ো নেটমাধ্যমের দৌলতে তাঁদের ফ্যানরা দেখতে পান। কমেন্ট আসে অজস্র।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোনও প্রোমোশনাল পোস্ট করলে, পোস্ট প্রতি নাকি তিন কোটি টাকা পান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাও ‘হপার ইনস্টাগ্রাম রিচলিস্ট ইয়ার’-এর তালিকায় ২৭ নম্বরে জায়গা পেয়েছেন অভিনেত্রী! সদ্য বিশ্বজুড়ে সেলেবরা কে তালিকার কত নম্বরে আছেন, তা প্রকাশ করেছেন হপার কর্তৃপক্ষ। গত বছর প্রিয়াঙ্কা ছিলেন ১৯ নম্বর স্থানে। তখন প্রতি পোস্টের জন্য ২ লক্ষ ৭১ হাজার ডলার পেতেন পিগি চপস।
আরও পড়ুন, Lopamudra Mitra: এ বার পুজোয় আমার নতুন গান ‘আব্বুলিশ’: লোপামুদ্রা মিত্র