প্রতি পোস্টে তিন কোটি টাকা! তাও ২৭ নম্বরে প্রিয়াঙ্কা চোপড়া
Priyanka Chopra: গত বছর প্রিয়াঙ্কা ছিলেন ১৯ নম্বর স্থানে। তখন প্রতি পোস্টের জন্য ২ লক্ষ ৭১ হাজার ডলার পেতেন পিগি চপস।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোনও প্রোমোশনাল পোস্ট করলে, পোস্ট প্রতি নাকি তিন কোটি টাকা পান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাও ‘হপার ইনস্টাগ্রাম রিচলিস্ট ইয়ার’-এর তালিকায় ২৭ নম্বরে জায়গা পেলেন অভিনেত্রী!
সদ্য বিশ্বজুড়ে সেলেবরা কে তালিকার কত নম্বরে আছেন, তা প্রকাশ করেছেন হপার কর্তৃপক্ষ। গত বছর প্রিয়াঙ্কা ছিলেন ১৯ নম্বর স্থানে। তখন প্রতি পোস্টের জন্য ২ লক্ষ ৭১ হাজার ডলার পেতেন পিগি চপস।
এই তালিকার প্রথম ৩০-এ প্রিয়াঙ্কা ছাড়া মাত্র আর একজন ভারতীয় সেলেব রয়েছেন। তিনি বিরাট কোহলি। গত বছর তিনি ২৩ নম্বরে থাকলেও, এ বছর প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে এগিয়ে গিয়েছেন। এ বছর তিনি ১৯ নম্বরে রয়েছেন। ফলে গত বছরের নিরিখের বিরাটের উন্নতি হলেও প্রিয়াঙ্কা কিছুটা পিছিয়ে গিয়েছেন।
গত বছরের মতো এ বছরও এই তালিকার প্রথম স্থান ধরে রেখেছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিটি প্রোমোশনাল পোস্টের জন্য তিনি ভারতীয় মুদ্রায় আয় করেন ১১ কোটি টাকা। টেলর সুইফ্ট, কেলি জেনরের মতো তারকারা রয়েছেন তালিকায়।
আরও পড়ুন, গ্যারেজে শুটিং, বাস্তব থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেকে তৈরি করছেন রিজওয়ান