Priyanka Controversy: বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা, ‘ওর কোনও দক্ষতাই নেই’ শুনে চোখে জলে ভিজেছিলেন ম্যানেজার

Viral News: বলিউডে চক্রান্তের শিকার হয়েই নাকি হলিউডে পাড়ি প্রিয়াঙ্কার। ম্যানেজারের প্রস্তাব অনুযায়ী কাজ শুরু করেন আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে।

Priyanka Controversy: বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা, 'ওর কোনও দক্ষতাই নেই' শুনে চোখে জলে ভিজেছিলেন ম্যানেজার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 9:28 AM

ভারতে থাকাকালীন নোংরা রাজনীতির শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে, সদ্য এমনই এক গুরুতর অভিযোগ করেন পিগি চপস। বিদেশের এক সাক্ষাৎকার দিতে গিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁকে প্রতিনিয়ত বলিউডে কোনঠাসা করে দেওয়া হচ্ছিল। ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষের সঙ্গে হচ্ছিল মন কষাকষি। তিনি বলেন, “আমাকে কোণায় ঠেলে দেওয়া হচ্ছিল। আমায় ছবিতে নেওয়া হচ্ছিল না। ক্রমাগত রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। আমার বিরতির দরকার ছিল।” আর সেই কারণেই নাকি হলিউডে পাড়ি প্রিয়াঙ্কার। ম্যানেজারের প্রস্তাব অনুযায়ী কাজ শুরু করেন আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে।

তবে এখানেই শেষ নয়, সদ্য ভাইরাল হওয়া পডকাস্টের মাধ্যমে তিনি আরও জানান, “আমার কেরিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল ওঁরা আমার কাজ নিয়ে নিচ্ছিল। শুধু ছবি থেকে বাদ দিয়ে দেওয়াই নয়, আমায় যাতে না নেওয়া হয় সেই ব্যবস্থাও করছিল অনবরত।” এই ওঁরা কারা? প্রিয়াঙ্কার মতো প্রথম সারির অভিনেত্রীর এ হেন অভিযোগে তোলপাড় বলিউডে। এরই মধ্যে আবার প্রিয়াঙ্কার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি জানিয়েছেন, করণ জোহরের সঙ্গে বচসা প্রিয়াঙ্কার। নেপথ্যে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার ‘না হওয়া প্রেম’। করণের জন্যই নাকি ক্রমে বলিউডে ব্রাত্য হয়ে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার মুখ খোলার পরই ময়দানে নামলেন তাঁর ম্যানেজার অঞ্জুলা আচার্য। একটি ফ্যানপেজে তিনি উত্তর দিতে হাজির হতেই অতীতে ঘটনা উঠে এব কমেন্ট বক্সে। এক নেটিজ়েন লিখলেন, ”যদিও প্রিয়াঙ্কা চোপড়া এই বিষয় মুখ খুলেছেন, তাও আমি সবাইকে অনুরোধ করব, একবার তাঁর ম্যানেজার অঞ্জুলার পুরোন সাক্ষাৎকারটা দেখতে। সেখানেই স্পষ্ট তিনি বলেছিলেন, কীভাবে দ্য ট্যালেন্ট ডিল থেকে প্রিয়াঙ্কাকে সরিয়ে দেওয়া হয়। বলিউডের একগোষ্ঠী সমানে প্রযোজক ও পরিচালককে বোঝান প্রিয়াঙ্কাকে বাদ দিতে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কার ম্যানেজারকেও বলেছিলেন সকলে, প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজ না করতে। কারণ প্রিয়াঙ্কার কোনও দক্ষতা নেই। প্রিয়াঙ্কা ভয়ানক ক্ষতির মুখে পড়তে চলেছেন। অঞ্জুলা তখন চোখে জল নিয়ে ফিরেছিলেন।” এরপর উত্তর দিতে আবারও হাজির হন অঞ্জুলা, লিখলেন ”প্রিয়াঙ্কা আমাদের সকলের গর্ব।”