‘আপনি সমস্যায় পড়বেন’, কাকে সতর্ক করলেন সলমন খান?
‘রাধে’-র পাইরেসি নিয়ে এ বার মুখ খুললেন স্বয়ং সলমন খান। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পেশ করেন। যেখানে পাইরেসিকে গুরুতর অপরাধ বলে ব্যখ্যা করেছেন ভাইজান।
সদ্য মুক্তি পেয়েছে সলমন খান (Salman Khan) অভিনীত ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। গত ১৩ মে থেকে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে দেখা যাচ্ছে এই ছবি। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এই ছবি ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পাইরেটেড ওয়েবসাইটে বেআইনি ভাবে এখন চলছে এই ছবি।
‘রাধে’-র পাইরেসি নিয়ে এ বার মুখ খুললেন স্বয়ং সলমন খান। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পেশ করেন। যেখানে পাইরেসিকে গুরুতর অপরাধ বলে ব্যখ্যা করেছেন ভাইজান।
— Salman Khan (@BeingSalmanKhan) May 15, 2021
সলমন লিখেছেন, ‘আইএনআর ২৪৯ পার ভিউ মূল্যে রাধে দেখতে পারেন আপনারা। কিন্তু যে সব পাইরেটেড ওয়েবসাইটে রাধে স্ট্রিমিং হচ্ছে বেআইনি ভাবে, মনে রাখবেন এটা গুরুতর অপরাধ। এই সব পাইরেটেড ওয়েবসাইটগুলির বিরুদ্ধে সাইবার সেল যথোপযুক্ত ব্যবস্থা নেবে।’
সাধারণ দর্শকের কাছে সলমন অনুরোধ করেছেন, আবেদন করেছেন। তাঁর যুক্তি এই পাইরেটেড ওয়েবসাইটে গিয়ে ছবি না দেখলেই, এদের ব্যবসা বন্ধ হবে। যাঁরা পাইরেটেড ওয়েবসাইটে গিয়ে ছবি দেখছেন, সাইবার সেল তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন বলে সতর্ক করেছেন সলমন।
View this post on Instagram
প্রভুদেবা পরিচালিত এই ছবিতে সলমন ছাড়াও অভিনয় করেছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদার মতো শিল্পীরা। সলমন এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। তবে পাইরেসির সমস্যা বলিউডে এই প্রথম নয়। এর আগেও পাইরেসির বিরুদ্ধে ইন্ডাস্ট্রির বহু সদস্য সরব হয়েছেন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। এ বার এর কোনও সুরাহা হয় কি না, এখন সেটাই দেখার।
আরও পড়ুন, কঠিন সময়ে কীভাবে মন ভাল রাখবেন? সাজেশন দিলেন মিমি চক্রবর্তী