বলিউডে পা রাখার সময় বিচিত্র সব অভিজ্ঞতা হয় অভিনেতাদের। তারকারা সেই সব থ্রোব্যাক অভিজ্ঞতা প্রায়ই শেয়ার করেন। ফিরে যান ফেলে আসা সময়ে। তাঁদের অভিজ্ঞতা শুনে চোখ কপালে ওঠে ভক্তদের। তেমনই এক অভিজ্ঞতার কথা অকপট বললেন ২৬ বছর বয়সি অভিনেতা রাধিকা মাদান।
অডিশনের জন্য সার্জারি করতে বলা হয়েছিল ইরফান খানের ‘অনস্ক্রিন’ কন্যা রাধিকা মাদানকে। করিশ্মা মেহতার ‘হিউম্যান্স অফ বম্বে’ বইতে ‘আংরেজি মিডিয়াম’-এর অভিনেতা সম্পর্কে তেমনই অকপট কথার উল্লেখ মিলেছে। রাধিকা জনপ্রিয় হয়েছিলেন টেলিভিশনে অভিনয় করে। ধারাবাহিকটির নাম ‘মেরি আশিকি তুম সে হি’। তারপর আসে ছবির অফার। বিশাল ভরদ্বাজের কমেডি ড্রামা ‘পাটাখা’। সেসময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে বেশ উদ্যোগী ছিলেন রাধিকা। অডিশন দিচ্ছিলেন বিভিন্ন প্রযোজনা সংস্থায়। একেক অডিশনে একেকরকম অভিজ্ঞতা হয় তাঁর। রাধিকা বলেন, “আমাকে বলা হয়, শরীরের নির্দিষ্ট আকার থাকা প্রয়োজন। সার্জারি করার পরামর্শ দেওয়া হয়েছিল।”
তাতে রাধিকার প্রতিক্রিয়া? তিনি বরাবরই মনে করেন, নিজের চোখে তিনি সবসময় সুন্দরী। বইতে বলেছেন, “এই মানুষরা কারা, যাঁরা আমাকে অসুন্দর মনে করেন?” ছোট থেকেই নিজের দুনিয়ায় আনন্দ খুঁজে নিয়েছেন রাধিকা। নিজেকে মনে করেছেন রানি। আর পাঁচজন শিশুর মতোই দুষ্টুমি করতেন। মজা করার জন্য লোকের গাড়ির টায়ার পাংচার করতেন। ‘হিউম্যান্স অফ বম্বে’ বইতে উল্লেখ করেছেন জোড়া ভ্রু ছিল তাঁর। ছেলেরা তাঁকে পাত্তাও দিত না। কিন্তু তাতে ভ্রুক্ষেপ করতেন না মোটে। নিজেকে সুন্দর মনে করতেন বরাবরই। কেউ যদি তাঁকে জিজ্ঞেস করত, বড় হয়ে কী করতে চাও? স্পষ্ট বলতেন, বিয়ে করতে চান। কারণ, বিয়ের ঝাঁকজমক তাঁর ভাল লাগত।
আরও পড়ন: প্রথম অডিশনের ছবি শেয়ার, ডাউন মেমরি লেনে হাঁটলেন ভিকি
সম্প্রতি নেটফ্লিক্সে ‘রে’ অ্যান্থোলজি সিরিজে ‘দিদি’ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা। অ্যান্থোলজির এই গল্পটি নিয়ে বিস্তর সমালোচনাও হচ্ছে এখন। কাজ করেছেন আরও একটি অ্যান্থোলজি সিরিজ ‘ফিলস লাইক ইস্ক’-এও।