প্রথম অডিশনের ছবি শেয়ার, ডাউন মেমরি লেনে হাঁটলেন ভিকি

Vicky Kaushal: ২০১২-এ অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘গ্যাংস অব ওয়াসেরপুর’-এ সহকারী পরিচালক হিসেবে জার্নি শুরু করেছিলেন ভিকি। পরে অনুরাগের সহ প্রযোজনায় ‘লভ শুভ তে চিকেন খুরানা’তে অভিনয়ের মাধ্যমে বলিউড ডেবিউ করেন তিনি।

প্রথম অডিশনের ছবি শেয়ার, ডাউন মেমরি লেনে হাঁটলেন ভিকি
ভিকি কৌশল।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 3:14 PM

২০১২। উচ্চতা ছ ফুট এক ইঞ্চি। বয়স ২৪। ২০২১-এ এসে বয়স বেড়েছে। বেড়েছে অভিজ্ঞতা। জনপ্রিয়তা, সাফল্য, অর্থ, প্রেম সবই এসেছে সময়ের হাত ধরে। এখন তিনি আর বিভিন্ন প্রোডাকশন হাউজে অডিশন দিয়ে বেড়ানো নয় বছর আগের সেই ছেলেটি নেই। তিনি এখন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। তিনি ভিকি কৌশল।

কেরিয়ারের নয় বছর পেরিয়ে এলেন ভিকি। স্বাভাবিক ভাবেই কিছুটা স্মৃতিমেদুর হয়ে পড়েছেন। শেয়ার করেছেন কেরিয়ারের শুরুর স্ট্রাগলের দিনের অডিশন দেওয়ার ছবি। বছর ৩৩-এর ভিকি ২০১২-এ প্রথম অডিশন দিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এই কয়েক বছর পেরিয়ে এসে ইন্ডাস্ট্রিকে, দর্শককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Vicky-Kaushal-Post

ভিকির ইনস্টাগ্রাম স্টোরি।

২০১২-এ অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘গ্যাংস অব ওয়াসেরপুর’-এ সহকারী পরিচালক হিসেবে জার্নি শুরু করেছিলেন ভিকি। পরে অনুরাগের সহ প্রযোজনায় ‘লভ শুভ তে চিকেন খুরানা’তে অভিনয়ের মাধ্যমে বলিউড ডেবিউ করেন তিনি। অনুরাগ পরিচালিত ‘বম্বে ভেলভেট’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ২০১৫-এ ‘মসান’ ভিকির প্রথম প্রধান চরিত্রে সুযোগ। রিচা চাড্ডা, শ্বেতা ত্রিপাঠি, সঞ্জয় মিশ্র, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত সে ছবিতে আলাদা করে নজর কেড়েছিলেন ভিকি।

এরপর একের পর এক ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘সঞ্জু’, ‘মনমর্জিয়া’, ‘রাজি’তে ভিকি সাফল্য পান। ওয়েব প্ল্যাটফর্মে ‘লভ স্টোরিজ’ বা ‘লভ পার স্কোয়ার ফুট’-এও নিজের অভিনয় দক্ষতার সাক্ষর রেখেছন তিনি। জাতীয় পুরস্কার এসেছে ঝুলিতে। আপাতত ভিকির হাতে বেশ কিছু ছবি রয়েছে। ‘সর্দার উধম সিং’, ‘দ্য ইমমর্টাল অশ্বথ্থামা’, ‘তখত’, ‘মিস্টার লেলে’-র মতো ছবির কাজ চলছে। ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকির প্রেমও বলি অন্দরে চর্চায় রয়েছে। নয় বছর পর ঘুরে তাকালে ভিকির মনে হয় পুরো জার্নিটাই যেন রোলার কোস্টার।

আরও পড়ুন, মিমি চক্রবর্তীর ‘আম জিন্দেগি’! বিশ্বাস না হলে নিজেই দেখুন…