Smartphone কিনবেন? নতুন বছরেই দাম চলে যাবে আপনার হাতের বাইরে!
Happy New Year: আজ যে ফোনের দাম ১০ হাজার টাকা। আগামীতে সেই ফোনের দাম দাঁড়াতে পারে ১০ হাজার ৭০০ টাকা। কারণ, মেমরি চিপের দাম বাড়তে পারে ৪০ শতাংশ পর্যন্ত। ফলে, নতুন ফোন যদি কেউ আগামী বছর কিনতে চান, তাহলে আপনাকে কিছুটা টাকা বাড়তি রাখতে হবে আপনার নিজের কাছেই।

অনেকেই ভাবছেন নতুন ফোন কিনবেন। কিন্তু এখন না কিনে, অনেকেই এটাও মনে করছেন নতুন বছরে ফোন কিনলে কেমন হয়? আর এখানেই চিন্তা বাড়াচ্ছে অন্য একটা তথ্য। মনে করা হচ্ছে, আগামী বছরেই লাফিয়ে বাড়বে স্মার্টফোনের দাম। কিন্তু হঠাৎ কোন কারণে দামি হবে স্মার্টফোন? বিশেষজ্ঞরা বলছেন, এর নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।
সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। আর বিবিধ ক্ষেত্রে বেড়েছে তার পরিসরও। আর সেই সঙ্গে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারের চাহিদাও। ফলে, বদলে যাচ্ছে গোটা বিশ্বের সাপ্লাই চেনের চেহারাও। আরও স্পষ্ট ভাষায় বললে, কোনও ধরনের জটিল কাজ করতে যে কোনও এআই বা কৃত্রিম বুদ্ধমত্তার সার্ভার নির্ভর করে মেমরি চিপের উপর। আর স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ বা অপারেটিং সিস্টেম চলে এই ধরনের চিপের উপর নির্ভর করেই।
অর্থাৎ, কৃত্রিম বুদ্ধমত্তার সার্ভার চালাতে বা মোবাইল ফোন চালাতে এই চিপগুলো জরুরি। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে চিপ মোবাইল সংস্থাকে সরবরাহ করা আর কোনও এআই ডেটা সেন্টারে সরবরাহ করার মধ্যে বেশ অনেকটা পার্থক্য। কারণ, স্মার্টফোনের চিপের তুলনায় ডেটা সেন্টারের চিপের দাম বেশি। আর সেই কারণেই নির্মাতারা আগামীতে স্মার্টফোনের চিপের দিকে কম নজর দিচ্ছে। এর ফলে, কমছে সরবরাহ। আর সেই কারণেই দাম বাড়ছে এই চিপের। যা ঘুরিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে স্মার্টফোনের।
এত কিছুর পরও এই সমস্যা কিন্তু সাময়িক নয়। আজ যে ফোনের দাম ১০ হাজার টাকা। আগামীতে সেই ফোনের দাম দাঁড়াতে পারে ১০ হাজার ৭০০ টাকা। কারণ, মেমরি চিপের দাম বাড়তে পারে ৪০ শতাংশ পর্যন্ত। ফলে, নতুন ফোন যদি কেউ আগামী বছর কিনতে চান, তাহলে আপনাকে কিছুটা টাকা বাড়তি রাখতে হবে আপনার নিজের কাছেই।
